জীবন বিজ্ঞান
April 02, 2024
হরমোন ও উৎসেচকের মধ্যে পার্থক্য || Difference Between Hormones and Enzymes
হরমোন এবং এনজাইমের মধ্যে পার্থক্য
![]() |
হরমোন ও এনজাইমের পার্থক্য |
হরমোন ও উৎসেচকের পার্থক্য
হরমোন | উৎসেচক |
---|---|
অন্তক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত | বহিঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত |
হরমোন উৎসস্থলে ক্রিয়া করে না; উৎসস্থল থেকে দূরবর্তী স্থানে ক্রিয়া করে। ব্যতিক্রম: স্থানীয় হরমোন | উৎসেচক উৎসস্থল এবং অন্যত্র ক্রিয়া করে |
হরমোন ক্রিয়ার পর ধংসপ্রাপ্ত হয় | উৎসেচক জৈব অনুঘটক রূপে কাজ করে এবং ক্রিয়ার পর অপরিবর্তিত থাকে |
অনাল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন সরাসরি রক্তে বা লসিকায় মিশে যায় এবং রক্ত বা লসিকা দ্বারা বাহিত হয় | অনাল গ্রন্থি থেকে নিঃসৃত উৎসেচক নালী পথে বাহিত হয় |
হরমোন রাসায়নিক বার্তাবহ রূপে কাজ করে | উৎসেচক রাসায়নিক বার্তাবহ রূপে কাজ করে না |
হরমোন প্রোটিন ও স্টেরয়েড জাতীয় | উৎসেচক প্রোটিন জাতীয় |
হরমোন গুলি বিপাকীয় কর্মকান্ড নিয়ন্ত্রণ করে | এনজাইম গুলি বিপাকজনিত অংশ নেয় |