Tuesday, April 2, 2024

হরমোন ও উৎসেচকের মধ্যে পার্থক্য || Difference Between Hormones and Enzymes

হরমোন এবং এনজাইমের মধ্যে পার্থক্য

হরমোন ও উৎসেচকের মধ্যে পার্থক্য
হরমোন ও এনজাইমের পার্থক্য

হরমোন ও উৎসেচকের পার্থক্য

হরমোন উৎসেচক
অন্তক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত বহিঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত
হরমোন উৎসস্থলে ক্রিয়া করে না; উৎসস্থল থেকে দূরবর্তী স্থানে ক্রিয়া করে। ব্যতিক্রম: স্থানীয় হরমোন উৎসেচক উৎসস্থল এবং অন্যত্র ক্রিয়া করে
হরমোন ক্রিয়ার পর ধংসপ্রাপ্ত হয় উৎসেচক জৈব অনুঘটক রূপে কাজ করে এবং ক্রিয়ার পর অপরিবর্তিত থাকে
অনাল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন সরাসরি রক্তে বা লসিকায় মিশে যায় এবং রক্ত বা লসিকা দ্বারা বাহিত হয় অনাল গ্রন্থি থেকে নিঃসৃত উৎসেচক নালী পথে বাহিত হয়
হরমোন রাসায়নিক বার্তাবহ রূপে কাজ করে উৎসেচক রাসায়নিক বার্তাবহ রূপে কাজ করে না
হরমোন প্রোটিন ও স্টেরয়েড জাতীয় উৎসেচক প্রোটিন জাতীয়
হরমোন গুলি বিপাকীয় কর্মকান্ড নিয়ন্ত্রণ করে এনজাইম গুলি বিপাকজনিত অংশ নেয়

No comments:

Post a Comment