আজ প্রাণী ও উদ্ভিদের বৈজ্ঞানিক নামের তালিকা PDFটি আপনাদের সঙ্গেশেয়ার করছি, যেটিতে পরিবেশে প্রাপ্ত কয়েকটি উল্লেখযোগ্য প্রানী ও উদ্ভিদের বিজ্ঞানসম্মত নামের লিস্ট রয়েছে। রেলওয়ে, পুলিশ, ক্লার্ক ইত্যাদিসহ জীবন বিজ্ঞানের পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে। যেমন:- মানুষের বিজ্ঞানসম্মত নাম কী? পায়রার বৈজ্ঞানিক না কী?
প্রাণী ও উদ্ভিদের বৈজ্ঞানিক নাম
| প্রাণী ও উদ্ভিদ | বৈজ্ঞানিক নাম |
|---|---|
| মানুষ | Homo Sapiens |
| মৌমাছি | Apis indica |
| রুই মাছ | Labeo rohita |
| ফিতা কৃমি | Taenia solium |
| পায়রা | Columba livia |
| কুমির | Crocodylus niloticus |
| সাপ | Naja naja |
| ধান | Oryza sativa |
| গম | Triticum aestivum |
| ভুট্টা | Zea mays |
| পেঁপে | Carica papaya |
| কফি | Coffee arabica |
| চা | Camellia sinensis |
সম্পূর্ণ বৈজ্ঞানিক নামের তালিকাটি পিডিএফে আছে
File Details::
File Name: বিজ্ঞানসম্মত নাম
File Format: PDF
No. of Pages: 3
File Size: 2 MB
Click Here to Download

No comments:
Post a Comment