Thursday, August 17, 2023

উদ্ভিদ হরমোন প্রশ্ন উত্তর PDF || Phyto Hormone Questions Answers in Bengali

উদ্ভিদ হরমোন প্রশ্ন উত্তর PDF

উদ্ভিদ হরমোন প্রশ্ন উত্তর PDF
উদ্ভিদ হরমোন 
প্রিয় শিক্ষার্থীবন্ধু,
আজ উদ্ভিদ হরমোন প্রশ্ন উত্তর PDFটি শেয়ার করছি, যেটিতে উদ্ভিদ দেহে প্রাপ্ত এবং উদ্ভিদদের জন্য হরমোন সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছে বাংলায়। জীবন বিজ্ঞানের অংশ হিসাবে চাকরির পরীক্ষায় উদ্ভিদ হরমোন থেকে প্রশ্ন আসে। তাই এই পিডিএফটি সংগ্রহ করে প্রস্তুতির মাত্রা বৃদ্ধি করুন আজই।

উদ্ভিদ হরমোন প্রশ্ন উত্তর

1. 'হরমোন' শব্দটির প্রবর্তক করা?
উ: বিজ্ঞানী বেইলিস ও স্টারলিং

2.প্রথম আবিস্কৃত হরমোনটির নাম কী?
উ: সিক্রিটিন

3.ফাইটোহরমোন কাকে বলে?
উ: উদ্ভিদ হরমোন গুলিকে ফাইটোহরমোন বলে

4.জিব্বারেলিনের রাসায়নিক নাম কী?
উ: জিব্বারেলিক অ্যাসিড

5.কোন উদ্ভিদ হরমোন "অগ্রমুকুলের প্রাধান্য"-এর জন্য দায়ী?
উ:অক্সিন

6.একটি ক্ষারীয় উদ্ভিদ হরমোনের নাম কী?
উ: কাইনিন

7.MCPA-এর পুরো নাম কী?
উ: মিথাইল ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড

8.একটি টারপেনয়েড জাতীয় উদ্ভিদ হরমোনের নাম করো|
উ: জিব্বারেলিন

9.একটি নাইট্রোজেনবিহীন আম্লিক উদ্ভিদ হরমোনের নাম কী?
উ: জিব্বারেলিন

10.কোন ছত্রাক থেকে প্রথম জিব্বারেলিন আবিস্কৃত হয়?
উ: জিব্বারেল্লা ফুজিকোরই

11.একটি অ্যান্টি-অক্সিনের নাম কী?
উ: ট্রাইআয়োডো বেনজোয়িক অ্যাসিড

12.কোন হরমোন বীজের সুপ্তদশা ভঙ্গ করে?
উ: জিব্বারেলিন

13.জীবের বংশগত খর্বতা রোধে কোন হরমোন সাহায্য করে?
উ: জিব্বারেলিন

14.উদ্ভিদের কোষ বিভাজনকালে ক্যারিওকাইনেসিসে সাহায্য করে কোন হরমোন?
উ: অক্সিন

15. উদ্ভিদের কোষ বিভাজনকালে সাইটোকাইনেসিসে সাহায্য করে কোন হরমোন?
উ: সাইটোকাইনিন

16.অক্সিনের রাসায়নিক সংকেত কী?
উ: C10H9O2N

17.জিব্বারেলিনের রাসায়নিক সংকেত কী?
উ: C19H22O6

18.সাইটোকাইনিনের রাসায়নিক সংকেতের নাম কী?
উ: C10H9N5O

19.হেটেরোঅক্সিন কী?
উ: ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডকে হেটেরোঅক্সিন বলে

20.কোন হরমোন উদ্ভিদের পর্বমধ্যের দীর্ঘিকরণ ঘটায়?
উ: জিব্বারেলিন

21.উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোন?
উ: অক্সিন

22.কৃষিক্ষেত্রে আগাছা দমনে সাহায্য করে কোন কৃত্রিম হরমোন?
উ: ডাই ক্লোরো ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড

23.বীজপত্র ও পরিপক্ক বীজে পাওয়া যায় কোন হরমোন?
উ: জিব্বারেলিন

24.উদ্ভিদের জরা রোধে সাহায্য করে কোন হরমোন?
উ: কাইনিন

25.কোন হরমোন প্রয়োগ করে দ্বিবর্ষজীবী উদ্ভিদে প্রথম বছর ফুল ফোটানো হয়?
উ: জিব্বারেলিন

26.নারকেলের শস্যে কোন হরমোন পাওয়া যায়?
উ: কাইনিন

27.উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্য করে কোন হরমোন?
উ: কাইনিন

28.উদ্ভিদের অপরিনত অঙ্গের মোচন রোধে কোন হরমোন স্প্রে করা হয়?
উ: কৃত্রিম অক্সিন

29.অক্সিনের একটি কাজ বলো|
উ: উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে

30.পার্থেনোকার্পি কী?
উ: অক্সিন হরমোনের প্রভাবে নিষেক ছাড়াই বীজহীন ফল সৃষ্টি হওয়ার পদ্ধতিকে পার্থেনোকার্পি বলা হয়?

31.কোন উদ্ভিদ হরমোন বাষ্পমোচন কমায়?
উ: অ্যাবসিসিক অ্যাসিড

32.একটি প্রাকৃতিক উদ্ভিদ হরমোনের নাম কী?
উ: ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড

33.উদ্ভিদের একটি প্রকল্পিত হরমোনের নাম কী?
উ: ফ্লোরিজেন -এটি ফুল ফোটাতে সাহায্য করে

34.একটি গ্যাসীয় হরমোনের নাম ?
উ: ইথিলিন-এটি ফল পাকাতে সাহায্য করে

35.অক্সিনের আলোক অবলুপ্তি বলতে কী বোঝো?
উ: আলোর প্রভাবে অক্সিনের ঘনত্ব ক্রমশ হ্রাস পায় ,একে অক্সিনের আলোক অবলুপ্তি বলে |

36.একটি বৃদ্ধি প্রতিরোধক হরমোনের নাম কী?
উ: অ্যাবসিসিক অ্যাসিড

37.উদ্ভিদের কোলিওপটাইলে পাওয়া যায় কোন হরমোন?
উ: অক্সিন

38.একটি ঘটিত N2 ক্ষারীয় হরমোনের নাম কী?
উ: সাইটোকাইনিন

39.GA3-এর সম্পূর্ণ নাম কী?
উ: জিব্বারেলিক অ্যাসিড

40.লেটুস শাকের বীজের দ্রুত অঙ্কুরোদগমের জন্য কোন হরমোন প্রয়োগ করা হয়?
উ: জিব্বারেলিন

41.ভুট্টায় যে কাইনিন পাওয়া যায় তার নাম কী?
উ: জিয়াটিন

উদ্ভিদ হরমোন প্রশ্ন উত্তর গুলি পিডিএফে আছে

File Details:
File Name: উদ্ভিদ হরমোন প্রশ্ন উত্তর
File Format: PDF
No. of Pages: 2
File Size: 1.11 MB

Click Here to Download

No comments:

Post a Comment