Wednesday, February 28, 2024

বিভিন্ন রোগের জীবাণুর নাম তালিকা PDF || Microbes of Diseases

বিভিন্ন রোগের জীবাণুর নাম তালিকা PDF

বিভিন্ন রোগের জীবাণুর নাম তালিকা PDF
বিভিন্ন রোগ ও জীবাণু
Hello,
আজ বিভিন্ন রোগের জীবানুর নাম তালিকা PDFটি দিচ্ছি, যেটিতে রোগ ও জীবানুর নামের তালিকা দেওয়া হলো বাংলা ভাষায়। জীবন বিজ্ঞানের অন্যতম এটি অংশ হিসাবে রোগের জীবানু থেকে প্রায়ই প্রশ্ন আসে। যেমন:- কলেরার জীবাণুর  নাম কী? যক্ষ্মা রোগের জীবানুর নাম কী? ইত্যাদি।

বিভিন্ন রোগের জীবাণুর নাম

রোগ জীবাণুর নাম
কলেরা ভিব্রিও কলেরি
যক্ষ্মা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস
টাইফয়েড সালমোনেল্লা টাইফি
কুষ্ঠ মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি
নিউমোনিয়া স্ট্রেপটোকক্কাস নিউমোনিয়া
ডিপথেরিয়া কোরিনেব্যাকটেরিয়াম ডিপথেরিয়া
প্লেগ য়ারসিনিয়া পেসটিস
গনোরিয়া নিসেরিয়া গনোরি
টিটেনাস ক্লসট্রিডিয়াম টিটানি
আমাশয় ব্যাসিলা ডিসেন্ট্রি
সিফিলিস ট্রিপোনেমা প্যালিডাম
কোভিড-১৯ করোনা ভাইরাস
ইনফ্লুয়েঞ্জা অর্থোমিক্সোভিরিডি
হাম মিসলেস ভাইরাস
পোলিও পোলিও ভাইরাস
জলাতঙ্ক রেবিস ভাইরাস
এইডস HIV
গুটিবসন্ত ভ্যারিওলা
ম্যালেরিয়া প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স
কালা জ্বর লেসম্যানিয়া ডোনোভানি
স্লিপিং সিকনেস ট্রাইপ্যানোসমিয়া

বিভিন্ন রোগের জীবানুর নামের তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: রোগের জীবাণুর নাম
File Format: PDF
No. of Pages: 2
File Size: 309 KB

Click Here to Download

No comments:

Post a Comment