Tuesday, March 12, 2024

বিভিন্ন অঙ্গের আবরণীর নাম তালিকা PDF || List of Covers of Organs

বিভিন্ন অঙ্গের আবরণীর নাম তালিকা

বিভিন্ন অঙ্গের আবরণীর নাম || List-of-Covers-of-Organs
বিভিন্ন অঙ্গ ও তার আবরণী
প্রিয় শিক্ষার্থীগণ,
আজ বিভিন্ন অঙ্গের আবরণীর নাম তালিকাটি আপনাদের সামনে উপস্থাপন করছি, যেটিতে মানব দেহের বিভিন্ন অঙ্গ ও তার আবরণীর নাম দেওয়া হয়েছে। মাধ্যমিকের জীবন বিজ্ঞান বা যেকোনো চাকরির পরীক্ষায় এই অংশ প্রশ্ন আসার সম্ভাবনা অধিক। তাই এটি ভালো করে মুখস্ত করে নিন।

বিভিন্ন অঙ্গের আবরণীর নাম

1. হৃদপিন্ডের আবরণীর নাম কী?
উত্তর:- পেরিকার্ডিয়াম

2.ফুসফুসের আবরণীর নাম কী?
উত্তর:- প্লুরা

3.বৃক্কের আবরণীর নাম কী?
উত্তর:- রেনাল ক্যাপসুল

4.যকৃতের আবরণীর নাম কী?
উত্তর:- গ্লিনস ক্যাপসুল

5.মেনিনজেস কিসের আবরণীর নাম?
উত্তর:- মস্তিষ্ক ও সুষুম্নাকান্ড

6.তরুণাস্থির আবরণীরনাম কী?
উত্তর:- পেরিকন্ড্রিয়াম

7.অস্থি (ভেতর) আবরণীর কী নাম?
উত্তর:- এন্ডোস্টিয়াম

8.অস্থি (বাইরে) আবরণীর কী নাম?
উত্তর:- পেরিঅস্টিয়াম

9.কোষ গহ্বরে কোন আবরণী থাকে?
উত্তর:- টনোপ্লাস্ট

10. ক্রোমোজমের কল্পিত আবরণীর কী নাম দেওয়া হয়েছে?
উত্তর:- পেলিকল

 আবরণীর তালিকা

অঙ্গের নামআবরণী
হৃদপিন্ডপেরিকার্ডিয়াম
ফসফুস প্লুরা
যকৃৎ গ্লিনস ক্যাপসুল
বৃক্করেনাল ক্যাপসুল
মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড মেনিনজেস
তরুণাস্থি পেরিকন্ড্রিয়াম
অস্থি (ভেতর) এন্ডোস্টিয়াম
অস্থি (বাইরে) পেরিঅস্টিয়াম
কোষ গহ্বর টনোপ্লাস্ট
ক্রোমোজমপেলিকল (কল্পিত)

No comments:

Post a Comment