বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম PDF
![]() |
রেচন অঙ্গ |
Hello Dears,
বিজ্ঞান থেকে বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গ PDFটি আজ প্রদান করছি, যেটিতে কয়েকটি উল্লেখযোগ্য প্রাণী ও তাদের প্রধান রেচন অঙ্গ সমূহের নামের তালিকা থাকছে। অ্যামিবার রেচন অঙ্গের নাম কী? চিংড়ির রেচন অঙ্গের নাম কী?- এইসমস্ত প্রশ্নের সঠিক উত্তর এতে এই ব্লগ পোষ্টটি আপনাকে খুবই সহায়তা করবে।
বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গ
প্রাণীর নাম | রেচন অঙ্গ |
---|---|
মানুষ | বৃক্ক, ফুসফুস,যকৃত, ত্বক |
অ্যামিবা | সংকোচী গহ্বর/ প্লাজমা পর্দা |
স্পঞ্জ, হাইড্রা | দেহতল |
অ্যাসকারিস | রেনেট কোশ |
ঝিনুক | কেবারের অঙ্গ |
তারামাছ | অ্যামিবোসাইট কোশ |
শামুক | বোজেনাসের অঙ্গ |
মাকড়শা,কাঁকড়া বিছে | কক্সাল গ্রন্থি |
ব্যাং | বৃক্ক ও ফুসফুস |
মাছ | ফুলকা ও বৃক্ক |
কেঁচো, জোঁক | নেফ্রিডিয়া |
ফিতাকৃমি,প্লানেরিয়া | ফ্লেমকোশ |
আরশোলা,গঙ্গা ফড়িং | ম্যালপিজিয়ান নালিকা |
চিংড়ি | সবুজগ্রন্থি |
অ্যাম্ফিঅক্সাস | সোলানোসাইট |
রেচন অঙ্গের সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে
File Details::
File Name: রেচন অঙ্গ
File Format: PDF
No. of Pages: 1
File Size: 289 KB
Click Here to Download
No comments:
Post a Comment