Friday, January 13, 2023

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে কর্মী নিয়োগ ২০২৩ || WBHRB Reader Recruitment 2023

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে রিডার নিয়োগ ২০২৩

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে নিয়োগ ২০২৩
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে নিয়োগ ২০২৩
নমস্কার বন্ধুরা,
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে কর্মী নিয়োগ ২০২৩-এর বিজ্ঞপ্তিতে রিডার পদে নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে। উক্ত পদে আবেদনের জন্য সমস্ত প্রয়োজনীয় তথ্য নিম্নে দেওয়া হলো-

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে নিয়োগ ২০২৩

❏ পদের নাম:: Reader

❏ মোট শূন্যপদ:: ১৪ টি

❏ শিক্ষাগত যোগ্যতা:: 
যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫৫ শতাংশ নম্বর নিয়ে Nursing -এ M.Sc/ P hD/ M. Phil করে থাকলে আবেদন করতে পারবেন

❏ বয়সসীমা:: ১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৫৫ বছরের মধ্যে হতে হবে

❏ মাসিক বেতন:: ৬৭,৩০০ টাকা থেকে ১,৭৩,২০০ টাকা।

❏ আবেদন পদ্ধতি:: ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে

❏ নিয়োগ পদ্ধতি::
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার নাম্বারের শতাংশ, কাজের অভিজ্ঞতা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

❏ আবেদন মুল্য::
  • জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে ২১০ টাকা
  • SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে কোন রকম আবেদন ফি লাগবে না

❏ গুরুত্বপূর্ণ তারিখ সমূহ::
আবেদন প্রক্রিয়া শুরু ২৮শে  ডিসেম্বর ২০২২
আবেদন প্রক্রিয়া শেষ ২০শে  জানুয়ারী ২০২৩

❏ গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ::
অফিসিয়াল নোটিফিকেশন Download
আবেদনের লিংক Click Here
Join Telegram Group Click Now

No comments:

Post a Comment