Thursday, January 12, 2023

উচ্চ মাধ্যমিক পাশে স্বাস্থ্য দপ্তরে নিয়োগ ২০২৩ || Dakshin Dinajpur Health Department Recruitment 2023

উচ্চ মাধ্যমিক পাশে দক্ষিন দিনাজপুরে স্বাস্থ্য দপ্তরে নিয়োগ ২০২৩

উচ্চ মাধ্যমিক পাশে স্বাস্থ্য দপ্তরে নিয়োগ ২০২৩
উচ্চ মাধ্যমিক পাশে স্বাস্থ্য দপ্তরে নিয়োগ
নমস্কার বন্ধুরা,
উচ্চ মাধ্যমিক পাশে স্বাস্থ্য দপ্তরে নিয়োগ ২০২৩-এর বিজ্ঞপ্তিতে দক্ষিন দিনাজপুরে ল্যাবরেটরি টেকনিশিয়ান, স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের কথা বলা হয়েছে। উক্ত পদ গুলিতে আবেদনের জন্য প্রয়োজনীয় দরকারী তথ্য নীচে উল্লেখ করা হলো-

উচ্চ মাধ্যমিক পাশে স্বাস্থ্য দপ্তরে নিয়োগ ২০২৩

❏ পদের নাম:: স্টাফ নার্স

মোট শূন্যপদ:: ১১ টি

শিক্ষাগত যোগ্যতা:: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে GNM Nursing কোর্স করা থাকলে আবেদন করতে পারবে।

বয়সসীমা:: ১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন:: ২৫,০০০ টাকা

❏ পদের নাম:: কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (CHA)

মোট শূন্যপদ:: ২১ টি

শিক্ষাগত যোগ্যতা::
ইন্ডিয়ান নার্সিং কাউনসিলিং অথবা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল অনুমোদিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে GNM/ ANM Nursing কোর্স করা থাকলে আবেদন করতে পারবে। 
এই পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

বয়সসীমা:: ১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন:: ১৩,০০০ টাকা 

❏ পদের নাম:: ল্যাবরেটরি টেকনিশিয়ান

মোট শূন্যপদ:: ৫টি 

শিক্ষাগত যোগ্যতা:: যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Physics, Chemistry & Mathematics/ Biological Science নিয়ে উচ্চমাধ্যমিক পাশ সহ Laboratory Technology -তে Diploma করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।

বয়সসীমা:: ১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৯ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন:: ২২,০০০ টাকা 

❏ আবেদন মুল্য::
  • জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা
  • SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা

❏ আবেদন পদ্ধতি::  আবেদন প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে 

❏ নিয়োগ পদ্ধতি:: প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ -এর মাধ্যমে নিয়োগ করা হবে।

❏ গুরুত্বপূর্ণ তারিখ সমূহ::
আবেদন প্রক্রিয়া শুরু ১৮ই  জানুয়ারী ২০২৩
আবেদন প্রক্রিয়া শেষ ১লা  ফেব্রুয়ারী ২০২৩

❏ গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ::
অফিসিয়াল নোটিফিকেশন Download
আবেদনের লিংক Click Here
Join Telegram Group Click Now

No comments:

Post a Comment