ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডে বিভিন্ন পদে নিয়োগ ২০২৩
![]() |
ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডে নিয়োগ ২০২৩ |
মাধ্যমিক পাশে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডে বিভিন্ন পদে নিয়োগ ২০২৩-এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পাম্প অপারেটর, মিটার রিডার, লেবার ইত্যাদি পদে নিয়োগের কথা উল্লেখিত হয়েছে। এই পদ গুলিতে আবেদনের জন্য সমস্ত প্রয়োজনীয় তথ্য নিম্নে দেওয়া হলো-
ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডে নিয়োগ ২০২৩
❏ পদের নাম::
- Sub-Assistant Engineer
- Pump Operator
- Meter Reader
- Labour
❏ মোট শূন্যপদ::
- Sub-Assistant Engineer :- ১টি
- Pump Operator :- ১টি
- Meter Reader :- ১টি
- Labour :- ১টি
❏ শিক্ষাগত যোগ্যতা::
- Sub-Assistant Engineer- পদে আবেদনের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করা থাকতে হবে
- Pump Operator-পদে আবেদনের জন্য অষ্টম শ্রেণি পাশ হতে হবে এবং আইটিআই সার্টিফিকেট থাকতে হবে
- Meter Reader- পদে আবেদনের জন্য মাধ্যমিক পাশ হতে হবে
- Labour- পদে আবেদনের জন্য অষ্টম শ্রেণি পাশ হতে হবে
❏ বয়সসীমা::
- বয়স হতে হবে ৩১শে জানুয়ারি ২০২৩৩ তারিখের মধ্যে
- Sub-Assistant Engineer- ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে
- Pump Operator- ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে
- Meter Reader- ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে
- Labour- ২১ বছর থেকে ৩৫ বছরের মধ্যে
❏ মাসিক বেতন::
- Sub-Assistant Engineer- ৯,০০০ টাকা থেকে ৪০,৫০০ টাকা পর্যন্ত
- Pump Operator- ৫,৪০০ টাকা থেকে ২৫,২০০ টাকা পর্যন্ত
- Meter Reader- ৫,৪০০ টাকা থেকে ২৫,২০০ টাকা পর্যন্ত
- Labour- ৪,৯০০ টাকা থেকে ১৬,২০০ টাকা পর্যন্ত
❏ আবেদন মুল্য::
আবেদন মূল্য কোন রকম জাতি,ধর্ম,বর্ণ দেখা হবেনা। যে পদের জন্য যত আবেদন মূল্য ধার্য করা হয়েছে সেটা সকলকেই দিতে হবে-
- Sub-Assistant Engineer- ১০০০ টাকা
- Pump Operator- কোনো আবেদন মূল্য লাগবে না।
- Meter Reader- ১০০০ টাকা
- Labour- কোনো আবেদন মূল্য লাগবে না।
❏ আবেদন পদ্ধতি:: আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে
❏ নিয়োগ পদ্ধতি:: প্রার্থী নির্বাচন করা হবে প্রাথমিক পরীক্ষা, Interview এবং শারীরিক দক্ষতার ভিত্তিতে
❏ গুরুত্বপূর্ণ তারিখ সমূহ::
আবেদন প্রক্রিয়া শুরু | ৩১শে ডিসেম্বর ২০২২ |
আবেদন প্রক্রিয়া শেষ | ৩১শে জানুয়ারী ২০২৩ |
❏ গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ::
অফিসিয়াল নোটিফিকেশন | Download |
আবেদনের লিংক | Click Here |
Join Telegram Group | Click Now |
No comments:
Post a Comment