BSNL কোম্পানির পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে জুনিয়র টেলিকম অফিসার পদে নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে। এই পদে আবেদনের জন্য সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিম্নে দেওয়া হলো ভালো করে দেখে নিন-
BSNL কোম্পানিতে নিয়োগ 2023
❏ পদের নাম:: Junior Telecom Officer
❏ মোট শূন্যপদ:: ১১,৭০৫টি
❏ শিক্ষাগত যোগ্যতা:: প্রার্থীকে যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Post Graduate সহ Telecommunication/ Electronics/ Radio/ Computer/ Electrical/ Information Technology/ Instrumentation -এ Diploma/Degree করা থাকতে আবেদন করতে পারবেন।
❏ বয়সসীমা:: ১লা জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে প্রার্থীর বয়স ২০ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
❏ মাসিক বেতন:: ১৬,৪০০ টাকা থেকে ৪০,৫০০ টাকা পর্যন্ত
❏ আবেদন পদ্ধতি:: ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
❏ গুরুত্বপূর্ণ তারিখ সমূহ::
আবেদন প্রক্রিয়া শুরু | ৩১শে ডিসেম্বর ২০২২ |
আবেদন প্রক্রিয়া শেষ | ৩১শে জানুয়ারী ২০২৩ |
❏ গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ::
অফিসিয়াল নোটিফিকেশন | Download |
আবেদনের লিংক | Click Here |
Join Telegram Group | Click Now |
No comments:
Post a Comment