আজ মাধ্যমিক পাশে ভারতীয় রেলে এপ্রেন্টিস নিয়োগ ২০২৩ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদেরকে অবগত করা হলো। যারা আবেদন করতে ইচ্ছুক তারা নীচ থেকে এবং অফিসিয়াল নোটিশ থেকে যাবতীয় তথ্য ভালো করে পড়ে নিন।
মাধ্যমিক পাশে ভারতীয় রেলে নিয়োগ
❏ পদের নাম:: Apprentice
❏ মোট শূন্যপদ:: ৪১০৩ টি
❏ শিক্ষাগত যোগ্যতা::
১০+২ সিস্টেমের অধীনে ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাশ সহ NCVT/ SCVT অনুমোদিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স করে থাকতে হবে
❏ বয়সসীমা::
৩০শে ডিসেম্বর ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।
❏ স্টাইপেন্ড:: প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড দেওয়া হবে
❏ আবেদন ফি:: ১০০ টাকা তবে SC/ ST/ PWD/ Women প্রার্থীদের ক্ষেত্রে কোনপ্রকার আবেদন ফি লাগবে না।
❏ আবেদন পদ্ধতি:: ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
❏ নিয়োগ পদ্ধতি:: প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার নাম্বারের শতাংশ ও ট্রেড টেস্টের মাধ্যমে নিয়োগ করানো হবে।
❏ গুরুত্বপূর্ণ তারিখ সমূহ::
| আবেদন প্রক্রিয়া শুরু | ৩০শে ডিসেম্বর ২০২২ |
| আবেদন প্রক্রিয়া শেষ | ২৯শে জানুয়ারী ২০২৩ |
❏ গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ::
| অফিসিয়াল নোটিফিকেশন | Download |
| আবেদনের লিংক | Click Here |
| Join Telegram Group | Click Now |

No comments:
Post a Comment