Friday, January 6, 2023

মাসিক বেতন ১৯,৯০০ টাকা বেতনে টাটা মেমোরিয়াল হসপিটালে নিয়োগ ২০২৩ || Tata Memorial Hospital Recruitment 2023

টাটা মেমোরিয়াল হসপিটালে নিয়োগ ২০২৩

টাটা মেমোরিয়াল হসপিটালে নিয়োগ
টাটা মেমোরিয়াল হসপিটালে নিয়োগ
নমস্কার বন্ধুরা,
টাটা মেমোরিয়াল হসপিটালে নিয়োগ ২০২৩-এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে LDC, Attendant, Helper ইত্যাদি পদে কর্মী নিয়োগ করার কথা উল্লেখিত।  এই পদ গুলিতে আবেদনের জন্য যাবতীয় তথ্য নিম্নে তুলে ধরা হলো-

টাটা মেমোরিয়াল হসপিটালে নিয়োগ ২০২৩

পদের নাম:: Lower Division Clerk, Attendant, Trade Helper, Nurse ‘A’, Nurse ‘B’ এবং Nurse ‘C’

মোট শূন্যপদ::
LDC – ১৮ টি
Attendant- ২০ টি
Helper- ৭০ টি
Nurse ‘A’- ২১২ টি
Nurse ‘B’- ৩০  টি
Nurse ‘C’- ৫৫ টি

মাসিক বেতন::
LDC- ১৯,৯০০0/- টাকা
Attendant- ১৮,০০০/- টাকা
Helper- ১৮,০০০0/- টাকা
Nurse ‘A’- ৪৪,৯০০/- টাকা
Nurse ‘B’- ৪৭,৬০০/- টাকা
Nurse ‘C’- ৫৩,১০০/- টাকা

বয়সসীমা::
১০/০১/২০২৩ তারিখ অনুযায়ী
LDC- সর্বোচ্চ ২৭ বছর
Attendant- সর্বোচ্চ ২৫ বছর
Helper- সর্বোচ্চ ২৫ বছর
Nurse ‘A’- সর্বোচ্চ ২৫ বছর
Nurse ‘B’- সর্বোচ্চ ২৫ বছর
Nurse ‘C’- সর্বোচ্চ ২৫ বছর
সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকছে।

শিক্ষাগত যোগ্যতা::
  1. LDC- এই পদে আবেদন জন্য স্নাতক হতে হবে। কম্পিউটার 03 মাসের কম্পিউটার কোর্স এবং কমপক্ষে ০১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  2. Attendant- এই পদে আবেদনের জন্য মাধ্যমিক পাশ হতে হবে এবং কমপক্ষে ০১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  3. Helper- এই পদে আবেদনের জন্য মাধ্যমিক পাশ হতে হবে এবং কমপক্ষে ০১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  4. Nurse- এই পদে আবেদনের জন্য নার্সিং কোর্স করা থাকতে হবে এবং ০১/০৬/১২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

নিয়োগ পদ্ধতি:: লিখিত পরীক্ষা  ও স্কিল টেস্ট

আবেদন মূল্য::
  • উক্ত পদগুলোতে আবেদনের জন্য ৩০০/- টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে
  • সংরক্ষিত এবং মহিলাদের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না

আবেদন পদ্ধতি:: আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে

❏ গুরুত্বপূর্ণ তারিখ সমূহ::
আবেদন প্রক্রিয়া শুরু ১৯শে ডিসেম্বর ২০২২
আবেদন প্রক্রিয়া শেষ ১০ই  জানুয়ারী ২০২৩

❏ গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ::
অফিসিয়াল নোটিফিকেশন Download
আবেদনের লিংক Click Here
Join Telegram Group Click Now

No comments:

Post a Comment