উচ্চমাধ্যমিক পাশে অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর ও হেড কনস্টেবল পদে নিয়োগ
![]() |
উচ্চ মাধ্যমিক পাশে CRPF নিয়োগ 2023 |
নমস্কার বন্ধুরা,
CRPF-এর পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর ও হেড কনস্টেবল পদে নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে। উক্ত পদে আবেদনের জন্য যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য নিম্নে দেওয়া হলো-
ASI এবং HC নিয়োগ 2023
❖ পদের নাম:: 1)Assistant Sub Inspector (Steno)
2) Head Constable (Ministerial)
❖ মোট শূন্যপদ:: 1) ১৪৩টি ও 2) ১৩১৫ টি
❖ মাসিক বেতন::
1) ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা
2)২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা
❖ শিক্ষাগত যোগ্যতা::
উভয় পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশে করে থাকতে হবে
❖ বয়সসীমা::
২৫শে জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে
❖ আবেদন পদ্ধতি:: ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে
❖ গুরুত্বপূর্ণ তারিখ সমূহ::
আবেদন প্রক্রিয়া শুরু | ৪ঠা জানুয়ারী ২০২৩ |
আবেদন প্রক্রিয়া শেষ | ২৫শে জানুয়ারী ২০২৩ |
❖ গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ::
অফিসিয়াল নোটিফিকেশন | Download |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
Join Telegram Group | Click Now |
No comments:
Post a Comment