পশ্চিমবঙ্গে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ ২০২৩
![]() |
ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ |
নমস্কার বন্ধুরা,
পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ HIDCO Data Entry Operator Recruitment 2023 বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকেই ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য বিস্তারিত সম্পূর্ণ তথ্য নিম্নে দেওয়া হয়েছে।
ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ ২০২৩
❏ পদের নাম:: Data Entry Operator
❏ মোট শূন্যপদ:: 04 টি
❏ মাসিক বেতন:: প্রতি মাসে 25,000/- টাকা বেতন দেওয়া হবে
❏ বয়সসীমা:: আবেদনকারীর বয়স 01/12/2022 অনুযায়ী 40 বছরের কম হতে হবে
❏ আবশ্যিক যোগ্যতা::
- এই পদে আবেদনের জন্য বানিজ্যে স্নাতক হতে হবে অথবা CA ইন্টার পাশ হতে হবে
- অবশ্যই কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে
- কমপক্ষে 3 বছর কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে
- আরও বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ দেখুন
❏ নিয়োগ পদ্ধতি:: এই বিষয়ে অফিশিয়াল নোটিশে কিছু জানানো হয়নি
❏ আবেদন মূল্য:: উক্ত পদে আবেদনের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না
❏ আবেদন পদ্ধতি::
- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে
- একটি সাদা কাগজে আবেদনপত্র লিখতে হবে
- নাম, ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য দিতে হবে
- প্রয়োজনীয় নথিপত্রগুলি যোগ করতে হবে
- সঠিক সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে
❏ আবেদনপত্র পাঠানোর ঠিকানা::
The Joint Managing Director (Admn), WBHIDCO at 'HIDCO BHABAN', Premises No. - 35-1111, Biswa Bangla Sarani, 3rd Rotary, New Town, Kolkata - 700156
❏ অফলাইনে আবেদন করার শেষ তারিখ 10/01/2023 (5:00 PM)
❏ গুরুত্বপূর্ণ তারিখ সমূহ::
আবেদন প্রক্রিয়া শুরু | ২১শে ডিসেম্বর ২০২২ |
আবেদন প্রক্রিয়া শেষ | ১০ই জানুয়ারী ২০২৩ |
❏ গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ::
অফিসিয়াল নোটিফিকেশন | Download |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
Join Telegram Group | Click Now |
No comments:
Post a Comment