Tuesday, December 27, 2022

৩৫,০০০ টাকা বেতনে ইলেকট্রনিক্স দপ্তরে কর্মী নিয়োগ ২০২৩ || Software Professional Recruitment 2023

কেন্দ্রীয় ইলেকট্রনিক্স দপ্তরে কর্মী নিয়োগ ২০২৩

ইলেকট্রনিক্স দপ্তরে কর্মী নিয়োগ ২০২৩
ইলেকট্রনিক্স দপ্তরে কর্মী নিয়োগ 
নমস্কার বন্ধুরা,
Ministry of Electronics and Information Technology software professionals-এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যেখানে উক্ত পদে আবেদন করার জন্য সমস্ত নিয়মাবলী এবং পদ্ধতি গুলি উল্লেখ করা হয়েছে।  

ইলেকট্রনিক্স দপ্তরে কর্মী নিয়োগ

✪ পদের নাম:: Software Professional

✪ মোট শূন্যপদ:: ২৫০ টি

✪ শিক্ষাগত যোগ্যতা:: যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে B.E/ B.Tech (Computer/IT) করা থাকলে আবেদন করতে পারবেন

✪ বয়সসীমা:: অফিশিয়াল নোটিশে কোনো রকম বয়সের উল্লেখ নেই

✪ মাসিক বেতন:: ৩৫,০০০ টাকা

✪ আবেদন পদ্ধতি::  প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে
 
✪ নিয়োগ পদ্ধতি:: প্রার্থীদের লিখিত পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতার নাম্বারের শতাংশ ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে

✪ গুরুত্বপূর্ণ তারিখ সমূহ::
আবেদন প্রক্রিয়া শুরু ১৯শে ডিসেম্বর ২০২২
আবেদন প্রক্রিয়া শেষ ৩রা  জানুয়ারী ২০২৩

✪ গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ::
অফিসিয়াল নোটিফিকেশন Download
অফিসিয়াল ওয়েবসাইট Click Here
Join Telegram Group Click Now

No comments:

Post a Comment