রসায়ন বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF
রসায়ন বিজ্ঞান |
রসায়ন বিজ্ঞান প্রশ্ন উত্তর
1.কোন্ রাসায়নিক প্রক্রিয়ায় সাগরের জল থেকে বিশুদ্ধ জল পাওয়া যায় ?
উঃ পাতন প্রক্রিয়ায়
2.কাপড় কাচার সোডাকে রসায়নের ভাষায় কী বলা হয়?
উঃ সোদক সোডিয়াম কার্বনেট
3.অপরিস্রুত পেট্রোলিয়ম থেকে কোন প্রক্রিয়ায় গ্যাসোলিন পাওয়া যায়?
উঃ আংশিক পাতন প্রক্রিয়ায়
*রসায়নের ভাষায় বেকিং সোডা কী?
উঃ সোডিয়াম বাইকার্বনেট
4.রসায়নের ভাষায় কাপড় কাচার সাবান কী?
উঃ প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত উচ্চ আণবিক গুরুত্বসম্পন্ন ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণসমূহের মিশ্রণ
5.একটি মৌলকে অপর একটি মৌলে পরিণত করার প্রক্রিয়াকে রসায়ন বিজ্ঞানে কী বলা হয়?
উঃ নিউক্লিয় বিক্রিয়া
6.রসায়নের ভাষায় সাধারণ লবণ কী?
উঃ সোডিয়াম ক্লোরাইড
7.সাগরের জল থেকে কোন্ প্রক্রিয়ায় সাধারণ লবণ পাওয়া যায়?
উঃ বাষ্পীভবন প্রক্রিয়ায়
8.জলে ক্যালসিয়াম কার্বনেট দ্রবীভূত থাকলে সে জল খর না মৃদু হয়?
উঃ খর হয়
9.একটি কেটলিতে খর জল নিয়ে ফোটালে কেটলির ভিতর দিকের তলায় একটি সাদা আস্তরণ পড়ে। রসায়নের ভাষায় ঐ আস্তরণ কী জিনিস?
উঃ ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের কার্বনেট যৌগ।
10.একটি নির্দিষ্ট উষ্ণতায় কোন দ্রবণকে সংপৃক্ত করলে দ্রবণটির কোন্ ক্ষমতা লোপ পাবে?
উঃ আরও বেশি কঠিন দ্রাব দ্রবীভূত করার ক্ষমতা লোপ পাবে
11.কৃত্রিম ডিটারজেন্ট রসায়নের বিচারে কী?
উঃ অ্যারোমেটিক এবং অ্যালিফেটিক সালফোনিক অ্যাসিড সমূহের সোডিয়াম লবণের মিশ্রণ
12.খর জলের সঙ্গে ডিটারজেন্ট ফেনা উৎপন্ন করে। এর কারণ কী?
উঃ সালফোনিক অ্যাসিডের ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম লবণসমূহ জলে দ্রাব্য বলে
13.সাবানের সঙ্গে খর জল ভাল ফেনা উৎপন্ন করে না কেন?
উঃ খর জলে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের কার্বনেটসমূহ দ্রবীভূত থাকে বলে
14.চুনজলে কী থাকে?
উঃ ক্যালসিয়াম হাইড্রক্সাইড
15.লোহার জিনিসে মরিচা পড়ে কোন্ কোন্ যৌগ উৎপন্ন হওয়ার জন্য?
উঃ ফেরাস এবং ফেরিক হাইড্রক্সাইড সমূহের মিশ্রণ সৃষ্টি হওয়ার জন্য
16.রসায়নের বিচারে হীরক কী?
উঃ বিশুদ্ধ কার্বন
17.দু’টি দ্রবণকে আইসোটোনিক আখ্যা দেওয়া হয় কখন?
উঃ যখন উভয় দ্রবণের অসমোটিক চাপ সমান হয়
18.রান্নার তেলকে কোন্ প্রক্রিয়ায় উদ্ভিজ্জ ঘি-এ পরিণত করা যায়?
উঃ হাইড্রোজেনেশন
19.রান্নার গ্যাস কোন্ কোন্ গ্যাসের মিশ্রণ?
উঃ বিউটেন ও প্রোপেন
20.সিলিন্ডারে ভরে যে রান্নার গ্যাস সরবরাহ করা হয় তার ভৌত অবস্থা কেমন?
উঃ তরল
21.পানীয় জলকে জীবাণুমুক্ত করা হয় কোন্ প্রক্রিয়ায় ?
উঃ ক্লোরিনেশন প্রক্রিয়ায়
22.পাতিলেবু ও কমলা লেবুতে কোন্ অ্যাসিড থাকে?
উঃ সাইট্রিক অ্যাসিড
23.ভিনিগারে কোন্ অ্যাসিড থাকে?
উঃ লঘু অ্যাসেটিক অ্যাসিড
24.প্রাণীর দাঁত ও হাড়ে যে প্রধান রাসায়নিক যৌগটি থাকে, তার নাম কী?
উঃ ক্যালসিয়াম ফসফেট
25.মার্স গ্যাস এর অপর নাম কী?
উঃ মিথেন
26.লোহার জিনিসে মরিচা পড়া বন্ধ করার জন্যে যে রাসায়নিক প্রক্রিয়া অবলম্বন করা হয় তার নাম কী?
উঃ গ্যালভ্যানাইজেশন
27.রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা দ্বারা কী প্রমাণিত হয়?
উঃ পরমাণুর ভিতরে নিউক্লিয়াস আছে
28.এনজাইমের ধর্ম কী?
উঃ এনজাইম জটিল জৈব যৌগগুলিকে সরলতর অণুতে পরিণত করে
29.বৈদ্যুতিক বাল্বের ভেতরে কোন্ গ্যাস সামান্য পরিমাণে ভরা থাকে?
উঃ নাইট্রোজেন
30.মরিচাপড়া লোহার জিনিসের ওজন মরিচাবিহীন সেই জিনিসের ওজন অপেক্ষা কম না বেশি হয়?
উঃ বেশি হয়
31.আগুন নেভাবার জন্যে কোন্ গ্যাস ব্যবহৃত হয়?
উঃ কার্বন ডাই-অক্সাইড।
32.কাঠকে বায়ুর অনুপস্থিতিতে দহন করলে কী পাওয়া যায়?
উঃ কাঠ কয়লা
33.নাইট্রোজেন বন্ধন এর অর্থ কী ?
উঃ বায়ুমণ্ডলীয় নাইট্রোজেনকে প্রয়োজনীয় যৌগে রূপান্তরিত করা
34.সোনার গহনা তৈরি করার সময় সোনার সঙ্গে কোন্ ধাতু মেশানো হয়?
উঃ তামা।
35.পলিমেরিজেশন প্রক্রিয়ায় ইথিলিন থেকে কী পাওয়া যায়?
উঃ পলিথিন পাওয়া যায়।
36.গ্লুকোজের সন্ধান ক্রিয়ার (ফার্মেন্টেশন) শেষে কী পাওয়া যায়?
উঃ কার্বন ডাই-অক্সাইড ও জল
37.যে রাসায়নিক পদার্থ রঙিন কাপড়কে বিরঞ্জিত করতে পারে তার নাম কী?
উঃ সালফার ডাই-অক্সাইড
38.বারুদ কোন্ কোন্ পদার্থচূর্ণের মিশ্রণ?
উঃ সালফার, গন্ধক ও কাঠ কয়লা
39.দুধকে নিচের কোন্টি বলা সঠিক হবে?
(i) অপদ্রব, (ii) অধিদ্রব, (iii) অবদ্রব
উঃ অবদ্রব
40.সোডালাইম কী জিনিস?
উঃ ক্যালসিয়াম অক্সাইড এবং সোডিয়াম হাইড্রক্সাইডের মিশ্রণ
41.সোডা গ্লাস কী জিনিস?
উঃ ৭৫% বালি, ২০% সোডা ভস্ম এবং ১% চুনমিশ্রণ থেকে প্রস্তুত কাচ
42.এনজাইম বা উৎসেচক কি দিয়ে তৈরি?
উঃ অ্যামিনো অ্যাসিড
43.কৃত্রিম উপায়ে সবুজ বা কাঁচা ফলকে পাকাতে কোন্ গ্যাস ব্যবহৃত হয়?
উঃ ইথিলিন
44.‘সিনাবার’ কোন্ ধাতুর আকরিক?
উঃ পারদ
45.সবচেয়ে ঘাতসহ ধাতুর নাম কী?
উঃ সোনা
46.মানুষ সর্বপ্রথম কোন ধাতু ব্যবহার করে?
উঃ তামা।
47.রসায়নের ভাষায় ‘হাইপো' কী?
উঃ সোডিয়াম থায়োসালফেট
48.কর্পূরকে সহজে কোন্ প্রক্রিয়ায় বিশুদ্ধ করা যায়?
উঃ ঊর্ধপাতন প্রক্রিয়ায়
49.বিশুদ্ধতম জল হলো কোনটি?
উঃ পাতিত জল
50.প্লাস্টিক শিল্পে ব্যবহৃত ‘PVC' শব্দটির অর্থ কী?
উঃ পলিভিনাইল ক্লোরাইড
রসায়ন বিজ্ঞান প্রশ্ন উত্তর গুলি পিডিএফে আছে
File Details::
File Name: রসায়ন বিজ্ঞান পর্ব-১
File Format: PDF
No. of Pages: 3
File Size: 512 KB
Click Here to Download
No comments:
Post a Comment