আজ অশোকের শিলালিপি তালিকা PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে সম্রাট অশোকের শিলালিপি গুলি থেকে কী কী জানা যায় তা বর্ণনা করা হয়েছে বাংলায়। মৌর্য যুগের ইতিহাসের অন্যতম একটি অংশ হিসাবে পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। যেমন:- অশোকের কোন শিলালিপি থেকে ধর্ম প্রচারের কথা জানা যায়? ইত্যাদি।
অশোকের শিলালিপি
অশোকের শিলালিপি | যা জানা যায় |
---|---|
শিলালিপি-১ | পশু হত্যা বন্ধের নির্দেশ |
শিলালিপি-২ | পশু ও মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা চোল, পান্ড্য, সত্যপুত্র রাজবংশের বিবরণ |
শিলালিপি-৩ | যুক, রাযুক ও প্রাদেশিক কর্মচারীদেরদের প্রতি ৫ বছর অন্তর সমগ্র দেশ ভ্রমনের আদেশ |
শিলালিপি-৪ | ধর্মঘোষ ভেরীঘোষ অপেক্ষা মানুষের হিতকর সকল প্রজা আমার সন্তান |
শিলালিপি-৫ | ধর্মমহামাত্রদের নিযুক্ত করার কথা |
শিলালিপি-৬ | রাজার উচিত প্রজার অবস্থা সম্পর্কে জানা |
শিলালিপি-৭ | সকল ধর্মের প্রতি সহনশীলতা রাখার অনুরোধ |
শিলালিপি-৮ | বোধগয়ায় তাঁর প্রথম ধর্মযাত্রা তাঁর আগের সমস্ত রাজাকে দেবমপ্রিয় উপাধি দিয়েছেন |
শিলালিপি-৯ | মনুষত্ব সম্পর্কে জ্ঞান |
শিলালিপি-১০ | ধম্ম প্রচার |
শিলালিপি-১১ | ধম্ম প্রচার সম্পর্কে বিস্তারিত |
শিলালিপি-১২ | অপরকে শ্রদ্ধা করা, নিজের মহত্ব না প্রচার করা |
শিলালিপি-১৩ | কলিঙ্গ বিজয় |
শিলালিপি-১৪ | ধর্মলিপি গুলির উদ্দেশ্য |
কুইন এডিক্ট | অশোকের দ্বিতীয় পত্নীর সম্পর্কে |
❖ অশোকের শিলালিপি গুলি কোন ভাষায় রচিত?
উত্তর:- ব্রাহ্মী ও খারষ্ঠী
❖ অশোকের শিলালিপি গুলির পাঠোদ্ধার করেন কে?
উত্তর:- ১৮৩৭ খ্রিস্টাব্দে স্যার জেমস প্রিন্সেপ
File Details::
File Name: অশোকের শিলালিপি
File Format: PDF
No. of Pages: 2
File Size: 310 KB
Click Here to Download
অশোকের লিপির তালিকাটি পিডিএফে আছে
File Details::
File Name: অশোকের শিলালিপি
File Format: PDF
No. of Pages: 2
File Size: 310 KB
Click Here to Download
No comments:
Post a Comment