Wednesday, December 6, 2023

পশ্চিমবঙ্গের নদ নদী তালিকা PDF || Rivers of West Bengal

পশ্চিমবঙ্গের নদ নদী PDF

পশ্চিমবঙ্গের নদ-নদী PDF || Rivers of West Bengal
পশ্চিমবঙ্গের নদ-নদী
Hello Friends,
আজ পশ্চিমবঙ্গের নদ-নদী PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক নদ-নদী গুলির তালিকা দেওয়া হয়েছে সুন্দরভাবে। পশ্চিমবঙ্গের ভূগোলের অন্যতম অধ্যায় হলো এটি। যেকোনো পরীক্ষাতে এই নদ-নদী থেকে প্রায়ই প্রশ্ন আসে; যেমন- হুগলি নদী কোন কোন জেলার মধ্যে দিয়ে গেছে? সুবর্ণরেখা নদী কোন জেলার মধ্যে দিয়ে প্রবাহিত? ইত্যাদি।

পশ্চিমবঙ্গের নদ-নদী

জেলানদ-নদী
দার্জিলিংতিস্তা, জলঢাকা, গিস,মেচি, নবুচ, মহানন্দা
জলপাইগুড়িতিস্তা, তোর্সা, জলঢাকা, রায়ডাক, কালজানি, সংকোষ, মুজনাই, করুনা, করলা, নেওড়া, মহানন্দা
কোচবিহারতিস্তা, তোর্সা, রায়ডাক, জলঢাকা, কালিন্দী, সংকোষ, কালজানি
উত্তর দিনাজপুরমহানন্দা, কুলিক, আন্নাই, নাগর, গামর
দক্ষিন দিনাজপুরমহানন্দা, আত্রাই, পুনর্ভবা, অঙ্গন, টাঙ্গন
মালদাগঙ্গা, কালিন্দী, মহানন্দা, পাগল, হিরমতী, টাঙ্গন, নাগরা, পুনর্ভবা
মুর্শিদাবাদভাগীরথী, ভৈরব, জলঙ্গী, ময়ুরাক্ষী, দ্বারকা, পিয়ালমারা, ব্রাহ্মণী
বীরভুমবক্রেশ্বর, দ্বারকেশ্বর, ব্রাহ্মণী, ময়ুরাক্ষী, পাগলা, কুলা, শাল, হিংলা, অব্যয়, দ্বারকা
বর্ধমানভাগীরথী, বাঁকা, ব্রাহ্মণী, অব্যয়, দামোদর, বরাকর
নদিয়াইছামতি, চুর্নী, জলঙ্গী, ভাগীরথী, ভৈরব, মাথাভাঙ্গা
উত্তর ২৪ পরগনাইছামতি, যমুনা, বিদ্যাধরী, কালিন্দী, রায়মঙ্গল
দক্ষিন ২৪ পরগনামাতলা, বিদ্যাধরী, সপ্তমুখী, গোসাবা, হাঁড়িভাঙ্গা, কালিন্দী, রায়মঙ্গল
হুগলিদামোদর, রূপনারায়ণ, দ্বারকেশ্বর, মুন্ডেশ্বরী, হুগলি, সরস্বতী, কুন্তি, বেহুলা
বাঁকুড়াদামোদর, দ্বারকেশ্বর, কংসাবতী, গন্ধেশ্বরী, শিলাবতী
পুরুলিয়াদ্বারকেশ্বর, কংসাবতী, দুধভরিয়া, ঢাকা,কুমারী, দামোদর, কুবরু, হনুমতী
পূর্ব মেদিনীপুররূপনারায়ণ, হলদি, সুবর্ণরেখা, ধালডেল, দ্বারকেশ্বর, রসুলপুর
পশ্চিম মেদিনীপুরসুবর্ণরেখা, দ্বারকেশ্বর, শিলাই, কাঁসাই
হাওড়াহুগলি, রূপনারায়ণ, দামোদর
কলকাতাহুগলি

পশ্চিমবঙ্গের নদ-নদীর তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: পশ্চিমবঙ্গের নদ-নদী
File Format: PDF
No. of Pages: 2
File Size: 310 KB

Click Here to Download

No comments:

Post a Comment