PSC-এর পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ক্লার্ক পদে নিয়োগের কথা বলা হয়েছে। এই পদে আবেদনের জন্য প্রয়োজনীয় যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য নিম্নে উল্লেখ করা হলো বাংলায়-
পিএসসি ক্লার্কশিপ বিজ্ঞপ্তি 2023
❏ পদের নাম:: PSC Clerkship
❏ শূন্যপদ:: এখনো ঘোষিত হয়নি
❏ শিক্ষাগত যোগ্যতা:: মাধ্যমিক পাশ + বেসিক কম্পিউটার জ্ঞান থাকতে হবে।
❏ বয়সসীমা:: আবেদনকারীর বয়স সীমা ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে
❏ বেতন:: ২২,৭০০/- থেকে ৫৮,৫০০/- মাসিক বেতন সহ অন্যান্য ভাতা
❏ আবেদন পদ্ধতি:: অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে
❏ আবেদন মূল্য::
জেনারেল/OBC/ EWS প্রার্থীদের ক্ষেত্রে ১১০/- টাকা এবং SC/ ST/ PWBD প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকম টাকা লাগবে না
❏ নিয়োগ পদ্ধতি:: Part-I (Objective Type) এবং Part-II (Conventional Type – Written) এই দুটি ধাপে ক্লার্কশিপ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
❏ গুরুত্বপূর্ণ তারিখ সমূহ::
আবেদন প্রক্রিয়া শুরু | ৮ই ডিসেম্বর ২০২৩ |
আবেদন প্রক্রিয়া শেষ | ২৯শে ডিসেম্বর ২০২৩ |
❏ গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ::
অফিসিয়াল নোটিফিকেশন | Download |
অফিসিয়াল সাইট | Click Here |
Join Telegram Group | Click Now |
No comments:
Post a Comment