Sunday, October 15, 2023

ভারতের বিভিন্ন জলপ্রপাত তালিকা PDF || Famous Waterfalls in India

ভারতের বিখ্যাত জলপ্রপাত তালিকা সমূহ PDF

ভারতের বিভিন্ন জলপ্রপাত || List of Waterfalls in India
ভারতের বিভিন্ন জলপ্রপাত 
ডিয়ার ফ্রেন্ডস,
আজ ভারতের বিভিন্ন জলপ্রপাত তালিকা PDFটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটিতে ভারতে অবস্থিত উল্লেখযোগ্য জলপ্রপাতের নামের তালিকা রয়েছে। বিভিন্ন পরীক্ষাতে জলপ্রপাতের অবস্থান থেকে প্রায়ই প্রশ্ন এসে থাকে; যেমন;- হুড্রু জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? কুঞ্চিকল জলপ্রপাত কোথায় অবস্থিত? ইত্যাদি।

ভারতের বিভিন্ন জলপ্রপাত

জলপ্রপাতউচ্চতাঅবস্থান
বারেহিপানি জলপ্রপাত৩৯৯ মি.উড়িষ্যা
দুধসাগর জলপ্রপাত৩১০ মি.গোয়া ও কর্নাটক
যোগ জলপ্রপাত২৫৩ মি.কর্নাটক
বরকনা জলপ্রপাত২৫৯ মি.কর্নাটক
কুঞ্চিকল জলপ্রপাত৪৫৫ মি.কর্নাটক
কুনে জলপ্রপাত২০০ মি.মহারাষ্ট্র
শিবসমুদ্রম জলপ্রপাত৯৮ মি.কর্নাটক
ধুঁয়াধার জলপ্রপাত৩০ মি.মধ্যপ্রদেশ
চিত্রকূট জলপ্রপাত২৯ মি. ছত্তিসগড়
দশম জলপ্রপাত৪৪ মি.ঝাড়খন্ড
তীরথগড় জলপ্রপাত৯১ মি.ছত্তিসগড়
হুড্রু জলপ্রপাত৯৮ মি.ঝাড়খন্ড
পালানি জলপ্রপাত১৫০ মি.হিমাচল প্রদেশ
কেদুমারি জলপ্রপাত৯১ মি.কর্নাটক
কুন্তলা জলপ্রপাত৪৫ মি.তেলেঙ্গানা
দূর্গাবতী জলপ্রপাত১৪৫ মি.বিহার
উসরি জলপ্রপাত১২ মি.ঝাড়খন্ড
বসুধারা জলপ্রপাত১২২ মি.উত্তরাখন্ড
চাচাই জলপ্রপাত১৩০ মি.মধ্যপ্রদেশ
কিনরেম জলপ্রপাত৩০৫ মি.মেঘালয়
খান্দাধার জলপ্রপাত২৪৪ মি.উড়িষ্যা
অথীরাপিল্লি জলপ্রপাত২৫ মি.কেরালা
ডুডুমা জলপ্রপাত১৭৫ মি.উড়িষ্যা
বিশপ জলপ্রপাত১৩৫ মি.মেঘালয়
কেওতি জলপ্রপাত৯৮ মি.মধ্যপ্রদেশ
কালহাত্তি জলপ্রপাত১২২ মি.কর্নাটক
কুসল্লি জলপ্রপাত১১৬ মি.কর্নাটক
রজত প্রপাত১০৭ মি.মধ্যপ্রদেশ
মিনমুত্তি জলপ্রপাত৩০০ মি.কেরালা
মতিঝরনা জলপ্রপাত৪৫ মি.ঝাড়খন্ড

ভারতের  জলপ্রপাতের তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: ভারতের জলপ্রপাত
File Format: PDF
No. of Pages: 2
File Size: 313 KB

Click Here to Download

No comments:

Post a Comment