Thursday, February 8, 2024

ভারতের বিভিন্ন শৈলশহর তালিকা PDF

ভারতের বিভিন্ন শৈলশহর তালিকা PDF

ভারতের বিভিন্ন শৈলশহর তালিকা PDF
ভারতের শৈলশহর
নমস্কার বন্ধুরা,
আজ ভারতের বিভিন্ন শৈলশহর তালিকা pdfটি আপনাদের পড়ার সুবিধার্থে প্রকাশ করা হলো, যেটিতে রাজ্যভিত্তিক উল্লেখযোগ্য শৈল শহরের নাম দেওয়া আছে। কোনো কোনো চাকরীর পরীক্ষায় এখান থেকে প্রশ্নআসতে দেখা যায়; যেমন- কার্সিয়াং শৈলশহরটি কোন রাজ্যে অবস্থিত? ইত্যাদি।

ভারতের শৈলশহর 

শৈল শহররাজ্য
দার্জিলিংপশ্চিমবঙ্গ
কালিম্পংপশ্চিমবঙ্গ
কার্সিয়াংপশ্চিমবঙ্গ
মিরিকপশ্চিমবঙ্গ
নৈনিতালউত্তরাখণ্ড
ভিমতালউত্তরাখন্ড
মুসৌরীউত্তরাখণ্ড
আলমোরাউত্তরাখণ্ড
মুক্তেশ্বরউত্তরাখণ্ড
ঋষিকেশউত্তরাখণ্ড
ল্যানসডাউন উত্তরাখণ্ড
গুলমার্গজম্মু-কাশ্মীর
শ্রীনগরজম্মু-কাশ্মীর
কোদাইকানালতামিলনাড়ু
ওটি বা উটকামন্ডতামিলনাড়ু
শিলংমেঘালয়
চেরাপুঞ্জিমেঘালয়
সিমলাহিমাচলপ্রদেশ
কুলুহিমাচলপ্রদেশ
মানালিহিমাচলপ্রদেশ
ডালহৌসিহিমাচলপ্রদেশ
রাঁচিঝাড়খন্ড
পেলিংসিকিম
গ্যাংটকসিকিম
মুন্নারকেরালা
অমরকন্টকমধ্যপ্রদেশ
পাঁচমারীমধ্যপ্রদেশ
কুর্গকর্নাটক
মহাবালেশ্বরমহারাষ্ট্র
লেলাদাখ
কার্গিললাদাখ
মাউন্ট আবুরাজস্থান
সাপুতারাগুজরাট
আরাকু ভ্যালিঅন্ধ্রপ্রদেশ
হাফলংআসাম
চান্দেলমনিপুর
কোহিমানাগাল্যান্ড
দারিংবাড়িউড়িষ্যা

শৈলশহরের তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: শৈলশহর 
File Format: PDF
No. of Pages: 3
File Size: 335 KB

Click Here to Download

No comments:

Post a Comment