Wednesday, October 25, 2023

ভারতের বিভিন্ন গবেষনাগার তালিকা PDF || Research Institutes of India

ভারতের বিভিন্ন গবেষনাগার || গবেষণা কেন্দ্র সমূহ

ভারতের বিভিন্ন গবেষনাগার
ভারতের বিভিন্ন গবেষনাগার

হ্যালো বন্ধুরা,
আজ ভারতের বিভিন্ন গবেষনাগার তালিকা pdfটি আপনাদের দিচ্ছি, যেটিতে ভারতের সমস্ত গবেষণাগারের নামের তালিকাটি দেওয়া হয়েছে। ভূগোল এবং জিকের অংশ হিসাবে এই অংশ থেকে প্রায় সমস্ত পরীক্ষাতেই প্রশ্ন আসতে দেখা যায়; যেমন- ভারতের গম গবেষণাগারটি কোথায় অবস্থিত? ভারতের ধান গবেষণা কেন্দ্রটি  কোথায় রয়েছে? ইত্যাদি।

ভারতের বিভিন্ন গবেষনাগার তালিকা

বিভিন্ন গবেষনাগারঅবস্থান
ভারতীয় কৃষি গবেষনাগারনিউ দিল্লি
কেন্দ্রীয় ধান গবেষনাগারকটক
কেন্দ্রীয় আলু গবেষনাগারশিমলা
কেন্দ্রীয় আখ গবেষনাগারকোয়েম্বাটুর
কেন্দ্রীয় তামাক গবেষনাগাররাজামুন্দ্রি
কেন্দ্রীয় সড়ক গবেষনাগারনিউ দিল্লি
জাতীয় চিনি গবেষনাগারকানপুর
ভারতীয় লাক্ষা গবেষনাগাররাঁচি
জাতীয় দুগ্ধ গবেষনাগারকার্নাল
কেন্দ্রীয় খাদ্য গবেষণাগারমহীশূর
ভারতীয় পেট্রোলিয়াম গবেষণাগারদেরাদুন
জাতীয় সমুদ্র গবেষনাগারপানাজী
জাহাজ গবেষণাগারচেন্নাই
বস্ত্র গবেষনাগারপুনে
কেন্দ্রীয় ঔষধ গবেষণাগারদিল্লি
সারা ভারত ম্যালেরিয়া গবেষনাগারদিল্লি
ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ সংস্থাকলকাতা
কেন্দ্রীয় নারকেল গবেষনাগারকাসারগড়
কেন্দ্রীয় বিল্ডিং গবেষনাগাররুড়কি
জাতীয় উদ্ভিদ গবেষনাগারলক্ষ্ণৌ
কেন্দ্রীয় কাচ গবেষনাগারকলকাতা
পশ্চিমবঙ্গের নদী গবেষনাগারহরিণঘাটা
মৃত্তিকা গবেষণাগারদেরাদুন, চন্ডিগড়,
কোটা, আগ্রা, যোধপুর
অরণ্য গবেষণাগারদেরাদুন
ক্যান্সার গবেষনাগারমুম্বাই
বৈজ্ঞানিক যন্ত্র গবেষনাগারচন্ডিগড়
উচ্চতা বিষয়ক গবেষনাগারগুলমার্গ
জাতীয় পুষ্টি গবেষনাগারহায়দ্রাবাদ
জাতীয় যক্ষ্মা গবেষনাগারবেঙ্গালুরু
জাতীয় বিমান গবেষনাগারবেঙ্গালুরু
হীরক গবেষনাগারসুরাট
কেন্দ্রীয় জ্বালানী গবেষনাগারধানবাদ
কেন্দ্রীয় চামড়া গবেষনাগারচেন্নাই
কেন্দ্রীয় খনি গবেষনাগারধানবাদ
কেন্দ্রীয় ড্রাগ গবেষনাগারলক্ষ্ণৌ
ভারতীয় আবহাওয়া নিরীক্ষণপুনে ও দিল্লি
ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়াজাদুগোড়া
ভারতীয় মহাকাশ গবেষনাগার বেঙ্গালুরু
কেন্দ্রীয় গম গবেষণাগারপুসা
কেন্দ্রীয় পাট গবেষণাগারব্যারাকপুর
কেন্দ্রীয় মৎস্য গবেষণাগারজুনপুট
কেন্দ্রীয় চা-কফি গবেষণাগারকাসারগড়
কেন্দ্রীয় কার্পাস গবেষণাগারনাগপুর

গবেষণাগারের সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: ভারতের বিভিন্ন গবেষনাগার
File Format: PDF
No. of Pages: 3
File Size: 328 KB

Click Here to Download

No comments:

Post a Comment