Friday, December 30, 2022

মাধ্যমিক পাশে IRCTC-তে চাকরির বিজ্ঞপ্তি ২০২৩ || IRCTC COPA Recruitment 2023

IRCTC-এর তরফে প্রশিক্ষণ দিয়ে ভারতীয় রেলে চাকরি

মাধ্যমিক পাশে IRCTC-তে চাকরির বিজ্ঞপ্তি ২০২৩
IRCTC-তে চাকরির বিজ্ঞপ্তি ২০২৩
নমস্কার বন্ধুরা,
আজ IRCTC-এর তরফে প্রশিক্ষণ দিয়ে ভারতীয় রেলে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। এই পদে নিয়োগের যাবতীয় তথ্য নিম্নে দেওয়া হয়েছে, দেখে নিন-

মাধ্যমিক পাশে IRCTC-তে চাকরি

❏ পদের নাম:: Computer Operator and Programming Assistant (COPA)

❏ মোট শূন্যপদ:: ২৫টি

❏ মাসিক বেতন(স্টাইপেন্ড):: ৫,০০০-৯,০০০/-টাকা

❏ বয়সসীমা:: 15 বছর থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকছে

❏ আবশ্যিক যোগ্যতা::
  1. এই পদে আবেদনের জন্য অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে
  2. আইটিআই সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে
  3. আরও বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ দেখুন

❏ নিয়োগ পদ্ধতি:: একাডেমিক স্কোর এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে

❏ আবেদন মূল্য:: উক্ত পদগুলোতে আবেদনের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না

❏ আবেদন পদ্ধতি:: আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে

❏ গুরুত্বপূর্ণ তারিখ সমূহ::
আবেদন প্রক্রিয়া শুরু ২৯শে ডিসেম্বর ২০২২
আবেদন প্রক্রিয়া শেষ ১২ই  জানুয়ারী ২০২৩

❏ গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ::
অফিসিয়াল নোটিফিকেশন Download
অফিসিয়াল ওয়েবসাইট Click Here
Join Telegram Group Click Now

No comments:

Post a Comment