Thursday, September 21, 2023

বিভিন্ন দেশের জাতীয় দলের ডাকনাম তালিকা PDF

বিভিন্ন দেশের জাতীয় দলের উপনাম তালিকা PDF

বিভিন্ন দেশের জাতীয় দলের ডাকনাম তালিকা PDF
 জাতীয় দলের ডাকনাম
Hello বন্ধুরা,
আজ বিভিন্ন দেশের জাতীয় দলের ডাকনাম তালিকা PDFটি দিচ্ছি, যেটিতে পৃথিবীর বিভিন্ন দেশের ন্যাশনাল স্পোর্টস টিমের উপনাম গুলি উল্লেখ করা হয়েছে। খেলাধুলা সংক্রান্ত জিকের অংশ হিসাবে পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতে পারে। যেমন:- ভাংরা বয়েজ নামে পরিচিত কোন দেশের ফুটবল টিম? Men in Blue কোন দেশের ক্রিকেট দলের ডাকনাম? ইত্যাদি।

বিভিন্ন দেশের জাতীয় দলের ডাকনাম

ডাকনাম দল বা টিম
Men in Blue ভারতীয় ক্রিকেট টিম
ভাংরা বয়েজ ভারতীয় ফুটবল দল
Blue Tigers ভারতীয় ফুটবল দল
Bafana Bafana দক্ষিন আফ্রিকার জাতীয় ফুটবল টিম
প্রোটিয়াস দক্ষিন আফ্রিকার ক্রিকেট টিম
Socceroos অস্ট্রেলিয়ার জাতীয় ফুটবল টিম
ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট টিম
কিউই/Black Caps নিউজিল্যান্ডের ক্রিকেট দল
All Blacks নিউজিল্যান্ডের রাগবি দল
আজুরি ইতালির জাতীয় ফুটবল দল
Sky Blue উরুগুয়ের জাতীয় ফুটবল টিম
La Blues ফ্রান্সের জাতীয় ফুটবল দল
Black Star ঘানার জাতীয় ফুটবল দল
The Red Fury স্পেনের জাতীয় ফুটবল দল
Red Devils বেলজিয়ামের জাতীয় ফুটবল টিম
White Eagles সার্বিয়ার জাতীয় ফুটবল দল
অরেঞ্জ নেদারল্যান্ডের জাতীয় ফুটবল দল

দলের ডাকনামের তালিকাটি পিডিএফে রয়েছে

File Details::
File Name: ন্যাশনাল টিমের ডাকনাম
File Format: PDF
No. of Pages: 2
File Size: 148 KB

Click Here to Download

No comments:

Post a Comment