Thursday, February 22, 2024

মানব দেহ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF

মানব দেহ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF

মানব দেহ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF
মানব দেহ

Hello Friends,
আজ মানব দেহ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে মানুষের শরীর সম্পর্কিত যাবতীয় তথ্য বাংলা ভাষায় উপস্থাপন করা হলো। জীবন বিজ্ঞান বা বায়োলজির অংশ হিসাবে মানব দেহ সম্পর্কিত জিকে থেকে প্রায়ই পরীক্ষায় প্রশ্ন আসে; যেমন:- মানব দেহের সবথেকে বড়ো লসিকা গ্রন্থির নাম কী? মানুষের সবথেকে বড়ো হাড় কোনটি? ইত্যাদি।

মানব দেহ সম্পর্কিত প্রশ্ন উত্তর

✎ বৃহত্তম পেশী ➪গ্লুটিয়াস
✎ সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি ➪থাইরয়েড
✎ সর্বাপেক্ষা পাতলা ত্বক ➪কনজাংটিভা
✎ সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থি ➪যকৃত
✎ সর্ববৃহৎ লসিকা গ্রন্থি ➪প্লীহা
✎ দীর্ঘতম স্নায়ু ➪সায়াটিকা নার্ভ
✎ দেহের দীর্ঘতম কোষ ➪স্নায়ুকোষ
✎ একটি মিশ্র গ্রন্থি ➪অগ্ন্যাশয়
✎ দেহের কঠিনতম অংশ ➪দাঁতের এনামেল
✎ দেহের ব্যস্ততম অঙ্গ ➪হৃৎপিণ্ড
✎ শরীরে তাৎক্ষণিক শক্তি জোগায় যে অঙ্গ ➪লিভার
 দেহের শক্তিশালী পেশী ➪চোয়ালের পেশী
 ক্ষুদ্রতম পৌষ্টিক গ্রন্থি ➪অক্সিন্টিক গ্রন্থি
 মোট পেশী সংখ্যা ➪৬৩৯
 পৌষ্টিক নালীর দৈর্ঘ্য ➪৯ মিটার
 বৃক্কীয় নালিকার দৈর্ঘ্য ➪৩৫-৫০ মিমি
 বৃহদান্ত্রের দৈর্ঘ্য ➪১.৫ মিটার।
 সুষুম্নাকান্ডের দৈর্ঘ্য ➪৪২-৪৫ সেমি।
 ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য ➪৭ মিটার
 করোটি স্নায়ুর সংখ্যা ➪১২ জোড়া
 মস্তিষ্কের কোষের সংখ্যা ➪১০,০০০ মিলিয়ন
 দেহের কোষের সংখ্যা ➪৬০,০০০ মিলিয়ন
 জিহ্বার স্বাদ কোরক ➪৯০০০-১০,০০০
 লােহিত রক্তকণিকার সংখ্যা ➪৫০,০০০/Cumm (পুরুষ)-৪৫,০০০/Cumm(মহিলা)
 BMR (ক্যালরি অনুসারে) ➪১০০০-২০০০ Kcal/দিন- ১০০০-১৭০০Kcal/দিন(মহিলা)
 মোট রক্তের পরিমাণ ➪৫.৬ লিটার
 রক্ততনের সময়কাল ➪৩.৬ মিনিট
 যকৃতের ওজন ➪১.৫ কিগ্রা
 অনুচক্রিকার সংখ্যা ➪২৫০,০০০-৫,০০,০০০/Cumm
 শ্বেত রকণিকার সংখ্যা ➪৭,০০০-১০,০০০/Cumm
 সর্বাপেক্ষা দেহ উষ্ণতা ➪৯৮.৪°F (প্রায় ৩৭° C)
 জন্মের সময় স্বাভাবিক শ্বাসগতি ➪৪০-৬০/মিনিট
 ৫ বছর বয়সে স্বাভাবিক শ্বাস গতি ➪২৪-২৬/মিনিট
 ১ ১৫ বছর বয়সে স্বাভাবিক শ্বাস গতি ➪২০-২২/ মিনিট
 প্রাপ্তবয়স্ক স্বাভাবিক শ্বাস গতি ➪১৪-১৮ মিনিট
 মস্তিষ্কের ওজন ➪১.৩৬ কিগ্রা
 পিটুইটারী গ্রন্থির ওজন ➪১.৫ গ্রাম
 হৃৎপিন্ডের ওজন ➪৩৩০ গ্রাম,
 বৃক্কের ওজন ➪১২৫-১৭০ গ্রাম
 মােট অস্থি সংখ্যা ➪২০৬ টি
 করোটি অস্থির সংখ্যা ➪২২টি
 প্রতি মিনিটে নির্গতের পরিমাণ ➪২০০ মিলি
 সর্বাপেক্ষা হাল্কা অস্থি ➪ন্যাসো-টারবিনালস
 যে অঙ্গ কখনাে বিশ্রাম পায় না ➪কিডনি ও হৃৎপিন্ড
 ত্বকের সাধারণ স্থূলত্ব ➪১.২ মিমি
 যে অঙ্গ ছাড়াও মানুষের কাজ চলে ➪অ্যাপেনডিক্স
 দেহের RBC-র সংখ্যা ➪২৫ কোটি
 দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ ➪পিটুইটারী গ্ল্যান্ড
 হাড়ের সংখ্যা ➪২০৬টি
 বৃহত্তম ও শক্তিশালী হাড় ➪ফিমার
 ক্ষুদ্রতম হাড় ➪স্টেপিস
 ক্ষুদ্রতম কোষ ➪শুক্রানু
 বৃহত্তম জিন ➪ডিস্ট্রোফিন
একনজরে মানব দেহ প্রশ্ন উত্তর গুলি পিডিএফে আছে


File Details::
File Name: মানব দেহ জিকে
File Format: PDF
No. of Pages: 2
File Size: 438 KB

Click Here to Download

No comments:

Post a Comment