আজ বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম তালিকা PDFটি শেয়ার করছি, যেটিতে খাদ্যে প্রাপ্ত সমস্ত ভিটামিনের রাসায়নিক নামের তালিকা রয়েছে। চাকরীর পরীক্ষাতে প্রায়ই প্রশ্ন আসে; ভিটামিন-C-এর রাসায়নিক নাম কী? ক্যালসিফেরল কোন ভিটামিনের রাসায়নিক নাম? ইত্যাদি।
সমস্ত ভিটামিনের রাসায়নিক নাম
ভিটামিন সমূহ | রাসায়নিক নাম |
---|---|
ভিটামিন-A | রেটিনল |
ভিটামিন-B1 | থিয়ামিন |
ভিটামিন-B2 | রাইবোফ্লাভিন |
ভিটামিন-B3 | নিয়াসিন |
ভিটামিন-B5 | প্যান্টোথেনিক অ্যাসিড |
ভিটামিন-B6 | পাইরিডক্সিন |
ভিটামিন-B7 or ভিটামিন- H | বায়োটিন |
ভিটামিন-B9 | ফলিক অ্যাসিড |
ভিটামিন-B12 | সায়ানোকোবালামিন |
ভিটামিন-C | অ্যাসকরবিক অ্যাসিড |
ভিটামিন-D | ক্যালসিফেরল |
ভিটামিন-E | টোকোফেরল |
ভিটামিন-G | নিয়াসিন |
ভিটামিন-K | ফাইলোকুইনন/ন্যাপথোকুইনন |
ভিটামিন-M | ফলিক অ্যাসিড |
ভিটামিনের রাসায়নিক নামের তালিকাটি পিডিএফে আছে
File Details::
File Name: ভিটামিনের রাসায়নিক নাম
File Format: PDF
No. of Pages: 1
File Size: 259 KB
Click Here to Download
Helpful
ReplyDelete