প্রাচীন যুগের মুদ্রার নাম তালিকা PDF
প্রাচীন ভারতের মুদ্রা |
Hello Dear,
আজ প্রাচীন ভারতের মুদ্রার নামের তালিকা pdf হিসাবে দেবো, যেটিতে প্রাচীন ভারতে প্রচলিত বিভিন্ন স্বর্ণ, তাম্র ও রূপার মুদ্রার নাম উল্লেখ রয়েছে। ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে WBCS সহ অন্যান্য পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে; যেমন- নিস্ক ও মনা কোন যুগের মুদ্রা? কার্ষাপন কোন যুগের মুদ্রা? ইত্যাদি।
প্রাচীন যুগের মুদ্রার নাম
মুদ্রার নাম | যুগ/ব্যক্তি | ধাতু |
---|---|---|
নিস্ক | ঋগ্বৈদিক | সোনা |
মনা | ঋগ্বৈদিক | সোনা |
কৃষ্ণল | বৈদিক পরবর্তী | সোনা |
সুবর্ণ | মৌর্য/গুপ্ত | সোনা |
কার্ষাপন | মৌর্য | তামা/রুপা/সোনা |
দারিক | মৌর্য | রুপা |
পেটিন | সাতবাহন | সিসা |
ক্যাশু | চোল | সোনা |
নারায়ণী | পালরাজা | রুপা |
পুরান | সেন | রুপা |
মাশক | মৌর্য | তামা |
শতমান | বৈদিক পরবর্তী | সোনা |
দিনার | গুপ্ত | সোনা |
কপর্দক | সেন | *** |
দ্রম্ম | পাল/সেন | রুপা |
ধরন | পালরাজা | রুপা |
কাকণিক | মৌর্য | তামা |
রূপক | গুপ্ত | রুপা |
প্রাচীন ভারতের মুদ্রার তালিকাটি পিডিএফে আছে
File Details::
File Name: প্রাচীন ভারতের মুদ্রা
File Format: PDF
No. of Pages: 2
File Size: 303 KB
Click Here to Download
স্যার
ReplyDeleteভারতের বিভিন্ন pass গুলির উপর একটি টেবিল বানিয়ে দিন না, যেখানে Pass এর নাম - লোকেশন অথবা কোন জায়গাকে সংযুক্ত করেছে। এই সব কিছু ডেটা দিয়ে।
খুব উপকৃত হব🙏