Monday, January 29, 2024

প্রাচীন ভারতের মুদ্রার নাম তালিকা PDF || প্রাচীন যুগের মুদ্রা

প্রাচীন যুগের মুদ্রার নাম তালিকা PDF

প্রাচীন ভারতের মুদ্রার নাম
প্রাচীন ভারতের মুদ্রা
Hello Dear,
আজ প্রাচীন ভারতের মুদ্রার নামের তালিকা pdf হিসাবে দেবো, যেটিতে প্রাচীন ভারতে প্রচলিত বিভিন্ন স্বর্ণ, তাম্র ও রূপার মুদ্রার নাম উল্লেখ রয়েছে। ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে WBCS সহ অন্যান্য পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে; যেমন- নিস্ক ও মনা কোন যুগের মুদ্রা? কার্ষাপন কোন যুগের মুদ্রা? ইত্যাদি।

প্রাচীন যুগের মুদ্রার নাম

মুদ্রার নামযুগ/ব্যক্তিধাতু
নিস্কঋগ্বৈদিকসোনা
মনাঋগ্বৈদিক সোনা
কৃষ্ণলবৈদিক পরবর্তীসোনা
সুবর্ণমৌর্য/গুপ্তসোনা
কার্ষাপনমৌর্য তামা/রুপা/সোনা
দারিকমৌর্যরুপা
পেটিনসাতবাহনসিসা
ক্যাশুচোলসোনা
নারায়ণীপালরাজারুপা
পুরানসেনরুপা
মাশকমৌর্যতামা
শতমানবৈদিক পরবর্তী সোনা
দিনারগুপ্তসোনা
কপর্দকসেন***
দ্রম্মপাল/সেনরুপা
ধরনপালরাজারুপা
কাকণিকমৌর্যতামা
রূপকগুপ্তরুপা

প্রাচীন ভারতের মুদ্রার তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: প্রাচীন ভারতের মুদ্রা
File Format: PDF
No. of Pages: 2
File Size: 303 KB

Click Here to Download

1 comment:

  1. স্যার
    ভারতের বিভিন্ন pass গুলির উপর একটি টেবিল বানিয়ে দিন না, যেখানে Pass এর নাম - লোকেশন অথবা কোন জায়গাকে সংযুক্ত করেছে। এই সব কিছু ডেটা দিয়ে।
    খুব উপকৃত হব🙏

    ReplyDelete