বিভিন্ন রাজার সেনাপতির তালিকা PDF
আজ বিভিন্ন রাজার সেনাপতির তালিকা PDFটি আপনাদের সামনে উপস্থাপন করছি, যেটিতে ঐতিহাসিক রাজাদের সেনাপতির নাম দেওয়া আছে। ইতিহাস পড়লে দেখা যায় ভারত ও ভারতের বাইরেও রাজাদের আধিপত্য ছিল। এবং প্রতিটি রাজাই যুদ্ধে জয়লাভ করার স্বপ্ন দেখত, তাই তাঁদের স্বপ্নকে বাস্তবায়িত করতে রাজাদের সেনাপতিও থাকত। আর আজ সেই সেনাপতিদের তালিকাটাই বাংলা ভাষায় আপনাদের দিচ্ছি।
| রাজার নাম | সেনাপতির নাম |
|---|---|
| আলাউদ্দিন খলজী | মালিক কাফুর |
| সিরাজ-উদ-দৌলা | মীরজাফর |
| আকবর | মানসিংহ |
| মহম্মদ ঘোরী | বখতিয়ার খিলজি |
| শেরশাহ | ব্রহ্মজিৎ গৌড় |
| ধর্মপাল | গর্গ |
| জাহাঙ্গীর | মহবৎ খান |
| ঔরঙ্গজেব | মীরজুমলা |
| হুসেন শাহ | পরাগল খাঁ |
| বৃহদ্রথ | পুষ্যমিত্র শুঙ্গ |
| আলেকজান্ডার | কুরু |
সেনাপতির তালিকাটি ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবেন

No comments:
Post a Comment