Monday, November 27, 2023

পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর তালিকা PDF | River Side Cities of West Bengal

পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর PDF

পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর || River Bank Cities in West Bengal
নদী তীরবর্তী শহর
Hello Friends,
আজ পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর তালিকা PDFটি আপনাদের প্রদান করছি, যেটি পশ্চিমবঙ্গের কোন শহর কোন নদীর তীরে অবস্থিত, সেই তালিকা রয়েছে। পশ্চিমবঙ্গের ভুগোলের অন্যতম অধ্যায় এটি। সেই কারণে পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে; যেমন- কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? কৃষ্ণনগর কোন নদীর তীরে অবস্থিত? ইত্যাদি।

পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর

শহরনদ/নদী
কলকাতাহুগলি
হাওড়াহুগলি
জলপাইগুড়িতিস্তা, করলা
শিলিগুড়িমহানন্দা ও বালাসন
আলিপুরদুয়ারকালজানি
কোচবিহারতোর্সা
দুর্গাপুরদামোদর
কাটোয়াভাগীরথী
ইলামবাজারঅজয়
কৃষ্ণনগরজলঙ্গী
বোলপুরকোপাই
হলদিয়া হলদি
মুর্শিদাবাদভাগীরথী
আসানসোলদামোদর
রানিগঞ্জদামোদর
ইংরেজবাজারমহানন্দা
সিউড়িময়ুরাক্ষী
কোলাঘাটরূপনারায়ণ
মেদিনীপুর কংসাবতী
বাঁকুড়াগন্ধেশ্বরী ও ধলকিশোর
মালদামহানন্দা
বর্ধমানবাঁকা, দামোদর
ঘাটালশিলাবতী

পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহরের তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর
File Format: PDF
No. of Pages: 2
File Size: 320 KB

Click Here to Download

No comments:

Post a Comment