Friday, November 17, 2023

বিভিন্ন স্থানীয় বায়ুর নাম তালিকা PDF || Local Winds in Bengali

বিভিন্ন স্থানীয় বায়ুর নাম PDF

বিভিন্ন স্থানীয় বায়ুর নাম PDF || Local Winds in Bengali
বিভিন্ন স্থানীয় বায়ু
নমস্কার বন্ধুরা,
আজ বিভিন্ন স্থানীয় বায়ুর নাম তালিকা PDFটি শেয়ার করছি, যেটিতে বিভিন্ন অঞ্চলের উল্লেখযোগ্য স্থানীয় বায়ুর নাম ও তার প্রকৃতি লিপিবদ্ধ রয়েছে। ভুগোলের বিষয় হিসাবে এখান থেকে প্রায়ই প্রশ্ন আসে; যেমন- চিনুক কোথাকার স্থানীয় বায়ু? কোন রাজ্যে লু ও আঁধী প্রবাহিত হয়? ইত্যাদি।

বিভিন্ন স্থানীয় বায়ুর নাম

স্থানীয় বায়ুপ্রকৃতিঅঞ্চল
কালবৈশাখীউষ্ণ-আর্দ্রপূর্ব ভারত ও বাংলাদেশ
আঁধিউষ্ণ-শুষ্কউত্তর পূর্ব ভারতের সমভূমি অঞ্চল
লুউষ্ণ-শুষ্কউত্তর-পশ্চিম ভারত
ফনউষ্ণ-শুষ্কইউরোপের রাইন উপত্যকায়
চিনুকউষ্ণ-শুষ্করকি পার্বত্য অঞ্চলের পূর্ব ঢালে
খামসিনউষ্ণ-শুষ্কইজিপ্ট
ব্লিজার্দখুব শীতলতুন্দ্রা অঞ্চল
ব্রিক ফিল্ডারউষ্ণঅস্ট্রেলিয়া
পুর্গাশীতলরাশিয়ার তুন্দ্রা অঞ্চল
লেভেন্ডারশীতলস্পেন
নরওয়েষ্টারউষ্ণনিউজিল্যান্ড
সান্টা আনাউষ্ণদক্ষিন ক্যালিফোর্নিয়া
সিরক্কউষ্ণ-আর্দ্রসাহারা থেকে ভূমধ্যসাগরের (দিকে সিসিলিতে )
হারমাট্টানউষ্ণ-শুষ্কপশ্চিম আফ্রিকার মধ্যভাগ থেকে বাইরের দিকে 
মিস্ট্রালশীতলআল্পস পর্বত থেকে ফ্রান্সের দিকে 
পম্পেরোউষ্ণ-শুষ্কআন্দিজ পার্বত্য অঞ্চলে
সোলানোউষ্ণ-আর্দ্রসাহারা থেকে লাইবেরিয়ার দিকে
বোরাশীতল-শুষ্কহাঙ্গেরির বহির্ভাগ থেকে উত্তর ইতালি
পুনাসশীতল-শুষ্কআন্দিজ পর্বতের পশ্চিম ঢাল

স্থানীয় বায়ুর সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: স্থানীয় বায়ু
File Format: PDF
No. of Pages: 2
File Size: 266 KB

Click Here to Download

No comments:

Post a Comment