আজ বিভিন্ন উপক্ষার তালিকা PDFটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটিতে উদ্ভিদের উল্লেখযোগ্য উপক্ষারের নাম ও তার অর্থকরী গুরুত্ব দেওয়া আছে। এগুলি মূলত উদ্ভিদের নাইট্রোজেনঘটিত রেচন পদার্থ। পরীক্ষাতে প্রশ্ন আসে; রেসারপিন কোন গাছ থেকে পাওয়া যায়? মরফিন কী কাজে লাগে? ইত্যাদি।
বিভিন্ন উপক্ষারের নাম
| উপক্ষার | উৎস | গুরুত্ব |
|---|---|---|
| রেসারপিন | সর্পগন্ধা গাছের ছাল ও মূল | উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ |
| কুইনাইন | সিঙ্কোনা গাছের ছাল | ম্যালেরিয়ার ঔষুধ |
| ডাটুরিন | ধুতুরা গাছের পাতা ও ফল | হাঁপানীর ঔষুধ |
| কোকেইন | কোকা গাছ | মাদক |
| ক্যামটোথেসিন | ক্যাম্পটোথেকা গাছের ছাল | ক্যান্সার নিরাময়কারী ঔষুধ |
| বার্বারিন | আফিম গাছ সহ অন্যান্য | স্মৃতিভ্রংশ এবং স্নায়োবিক রোগ নিরাময় |
| পিপারিন | গোল মরিচ | মৃগী রোগের ঔষুধ |
| মরফিন | আফিম গাছের কাঁচা ফল | ঘুমের ও বেদনানাশক ঔষুধ |
| ক্যাফিন | কফি গাছের বীজ | ব্যথা উপশমকারী ঔষুধ |
| অ্যাট্রোপিন | বেলেডোনা গাছের পাতা ও মূল | রক্তচাপ বৃদ্ধিতে ও স্নায়ুকে উজ্জীবিতকারী ঔষুধ |
| নিকোটিন | তামাক গাছের পাতা | মাদক |
| অ্যারেকোলিন | সুপারী বীজ | সিজোফ্রিনিয়া রোগের ঔষুধ |
উপক্ষারের সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে
File Details::
File Name: উপক্ষার
File Format: PDF
No. of Pages: 1
File Size: 280 KB
Click Here to Download

No comments:
Post a Comment