আজ কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তালিকা pdfটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে বিভিন্ন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ব্যক্তিদের নামের তালিকা বা বাদ্যকারদের তালিকা রয়েছে। গ্রুপ ডি সহ অন্যান্য যাবতীয় পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসেই; যেমন- বিলায়েৎ খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? আমজাদ আলী খান কিসের সঙ্গে যুক্ত? ইত্যাদি।
কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত
বাদ্যযন্ত্র | শিল্পীগণ |
---|---|
তবলা | উস্তাদ আল্লা রাখা খান, জাকির হোসেন, কিষান মহারাজ, সাবির খান, সন্দীপ দাস, শান্তা প্রসাদ, শকত আহমেদ খান, রাধাকান্ত নন্দী |
সেতার | রবি শংকর, বিলায়েৎ খান, বুদ্ধদিত্য মুখার্জি, নিখিল ব্যানার্জী, অনুষ্কা শংকর |
বাঁশী | হরিপ্রসাদ চৌরাশিয়া, পান্নালাল ঘোষ, টি. আর. মহালিঙ্গম |
সরোদ | আমজাদ আলী খান, আলাউদ্দিন খান, আলী আকবর খান, বুদ্ধদেব দাস গুপ্ত, ওয়াজাহাত খান |
বেহালা | এল. শুভ্রমনিয়াম, টি. এন. কৃষ্ণন, এম. এস. গোপালকৃষ্ণন |
সন্তুর | শিব কুমার শর্মা, ভজন সপরী, তরুণ ভট্টাচার্য, উল্লাস বপত, রাহুল শর্মা, অভয় সপরী |
গীটার | ব্রিজ ভূষণ কাবড়া, বিশ্বমোহন ভাট, বরুন পাল, কমলা শংকর, দেবাশীষ ভট্টাচার্য |
সারঙ্গী | উস্তাদ শাকুর খান, উস্তাদ সুলতান খান, রমেশ মিশ্র, পণ্ডিত রাম নারায়ণ, সাবরী খান |
সানাই | উস্তাদ বিসমিল্লা খান, আলী আহমদ হোসেন, কৃষ্ণ রাম চৌধুরী, রঘুনাথ প্রসন্ন |
বীনা | আসাদ আলী খান, জিয়া মহিউদ্দিন দাগার, জয়ন্তী কুমারেশ, হিন্দরাজ দিবেকার, গোপাল কৃষ্ণন |
পিয়ানো | আদনান সামি, উৎসব লাল, অনিল শ্রীনিবাসন |
মৃদঙ্গ | পাল্ঘাট মনি আইয়ার, দক্ষিনা মূর্তি পিল্লাই, উমায়লপুরম কে. শিবরমন |
ঘটম | সুরেশ বৈদ্যনাথন, হরিহরণ বিনয়াকরম, বিক্রম ঘোষ |
বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ব্যক্তিদের তালিকাটি পিডিএফে আছে
File Details::
File Name: কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত
File Format: PDF
No. of Pages: 1
File Size: 487 KB
Click Here to Download
No comments:
Post a Comment