Wednesday, August 30, 2023

কে কোন নৃত্যের সঙ্গে যুক্ত তালিকা PDF || ভারতের নৃত্যশিল্পী

কে কোন নৃত্যের সঙ্গে যুক্ত তালিকা PDF

কে কোন নৃত্যের সঙ্গে যুক্ত || ভারতের নৃত্যশিল্পী
কে কোন নৃত্যের সঙ্গে যুক্ত
হ্যালো বন্ধুরা,
আজ কে কোন নৃত্যের সাথে যুক্ত তালিকা PDFটি আপনাদের পড়ার সুবিধার্থে প্রদান করা হলো। ভারতে বিভিন্ন ঘরানার নৃত্য প্রচলিত রয়েছে। আর সেই নৃত্য গুলির সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব বা নৃত্যশিল্পীদের নামের তালিকা এখানে দেওয়া হলো। চাকরীর পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসতে প্রায়ই দেখা যায়; যেমন- বিরজু মহারাজ কোননাচের সঙ্গে যুক্ত? বিজয়ন্তিমালা কোন নৃত্যের সঙ্গে যুক্ত? ইত্যাদি

কে কোন নৃত্যের সাথে যুক্ত

নৃত্যনৃত্য শিল্পী
কত্থকবিরজু মহারাজ, গোপী কৃষ্ণন, শম্ভু মহারাজ, কুমুদিনী লাখিয়া, সিতারা দেবী, ভারতী গুপ্ত, উমা শর্মা, 
ভারতনাট্যমটি. বালাসরস্বতী, বিজয়ন্তি মালা, যামিনী কৃষ্ণমূর্তি, আনন্দ শংকর জয়ন্ত, সি.ভি. চন্দ্রশেখর, রুক্মিণী দেবী, শান্তা রাও
মনিপুরিঅমুবি সিং, বিনো দেবী, গুরু বিপিন সিং, রীতা দেবী, নয়না জাভেরি, নির্মলা মেহেতা, সবিতা মেহেতা
মোহিনীঅট্টমশ্রীমতী কালামান্দালাম, কনক রেলে
ছৌ নাচচন্দ্রশেখর ভোঁজ, গোপাল প্রসাদ দুবে, মকর ধ্বজা দারোগা
ওডিসিকেলুচরণ মহাপাত্র, সোনাল মানসিং, মিনতি মিশ্র, দেবপ্রসাদ দাস, প্রিয়ংবদা মোহান্তি, ইন্দ্রানী রহমান
কথাকলিপিকে কুঞ্জু কুরূপ, মাধবন, রামন কুট্টি নাইয়ার, মাদাভুর বাসুদেবন নাইয়ার
কুচিপুড়িরাজা রেড্ডি, রাধা রেড্ডি, তীর্থ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ শাস্ত্রী, চিন্তা কৃষ্ণ মুরলি, যামিনী কৃষ্ণমূর্তি
কালবেলিয়াগুলাবো সাপেরা
ক্রিয়েটিভ ডান্সউদয় শংকর

নৃত্যের সঙ্গে যুক্ত ব্যক্তিদের তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: ভারতের নৃত্যশিল্পী
File Format: PDF
No. of Pages: 1
File Size: 319 KB

Click Here to Download

No comments:

Post a Comment