ভারতের বিভিন্ন প্রকার বিপ্লব তালিকা PDFটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটিতে কোন বিপ্লব কিসের সাথে যুক্ত তাও লিপিবদ্ধ রয়েছে। পরীক্ষায় প্রায়ই এখান থেকে প্রশ্ন আসে যেমন- সবুজ বিপ্লব কোন ফসলের সাথে যুক্ত? নীল বিপ্লব কিসের সাথে যুক্ত? ইত্যাদি।
ভারতের বিভিন্ন প্রকার বিপ্লব
| বিপ্লবের নাম | যার সাথে সম্পর্কিত |
|---|---|
| সবুজ বিপ্লব | ধান ও গমের উৎপাদন বৃদ্ধি |
| নীল বিপ্লব | মৎস্য উৎপাদন |
| শ্বেত বিপ্লব | দুগ্ধ উৎপাদন |
| হলুদ বিপ্লব | তৈল বীজ উৎপাদন |
| লাল বিপ্লব | টমেটো ও মাংস উৎপাদন |
| গোলাপী বিপ্লব | পেঁয়াজ ও চিংড়ি উৎপাদন |
| কালো বিপ্লব | পেট্রোলিয়াম উৎপাদন |
| সোনালী বিপ্লব | মধু ও ফলের উৎপাদন |
| রুপালী বিপ্লব | ডিমের উৎপাদন |
| গোল বিপ্লব | আলু উৎপাদন |
| বাদামী বিপ্লব | চামড়ার উৎপাদন |
| ধূসর বিপ্লব | সার উৎপাদন |
| সোনালী তন্তু বিপ্লব | পাট উৎপাদন |
| রুপালী তন্তু বিপ্লব | তুলো উৎপাদন |
| সবুজ-সোনালী বিপ্লব | বাঁশের ব্যবসা |
| প্রোটিন বিপ্লব | উচ্চ কৃষি উৎপাদন |
সমস্ত বিপ্লবের তালিকাটি পিডিএফে আছে
File Details::
File Name: বিভিন্ন বিপ্লব
File Format: PDF
No. of Pages: 1
File Size: 299KB
Click Here to Download

No comments:
Post a Comment