Saturday, February 3, 2024

ঐতিহাসিক প্রথা ও প্রবর্তক তালিকা PDF

ভারতের ঐতিহাসিক প্রথা ও প্রবর্তক তালিকা PDF

ঐতিহাসিক প্রথা ও প্রবর্তক তালিকা
ঐতিহাসিক প্রথা ও প্রবর্তক
নমস্কার বন্ধুরা,
ইতিহাসের ঐতিহাসিক প্রথা ও প্রবর্তক তালিকা PDFটি আজ শেয়ার করছি, যেটিতে ভারতের ইতিহাসে প্রচলিত প্রথা গুলির নাম দেওয়া হয়েছে। যেসমস্ত পরীক্ষায় ভারতের ইতিহাস থেকে প্রশ্ন আসে সেখানে এই প্রথা ও প্রবর্তক অংশ থেকেও প্রশ্ন আসতে দেখা যায়। সেই কারণে আজ যদি তালিকাটি আপনি পড়ে নেন তাহলে পরীক্ষায় আসা প্রশ্নটির যথাযথ উত্তর দিতে সক্ষম হবেন এটা নিশ্চিত।

ঐতিহাসিক প্রথা ও প্রবর্তক

প্রথাপ্রবর্তক
কৌলিন্য প্রথাবল্লাল সেন
পাট্টা ও কবুলিয়তশেরশাহ
দাগ ও হুলিয়াআলাউদ্দিন খলজী
চল্লিশচক্র ও ইক্তা প্রথাইলতুৎমিস
সিজদা ও পাইবসগিয়াসউদ্দিন বলবন
রেশনিং ব্যবস্থাআলাউদ্দিন খলজী
মনসবদারী প্রথাআকবর
ডাক ব্যবস্থা শেরশাহ
ঋণদান প্রথাফিরোজশাহ তুঘলক
ইক্তাদারী প্রথানিজামুল মুল্ক
মারাঠা পেশবাতন্ত্রশাহু
জিজিয়া, জাকাত, খামস করআলাউদ্দিন খলজী
চৌথ ও সরদেশমুখী করশিবাজী
চিরস্থায়ী বন্দোবস্তলর্ড কর্ণওয়ালিস

প্রথার তালিকাটি পিডিএফে রয়েছে

File Details::
File Name: প্রথা ও প্রবর্তক
File Format: PDF
No. of Pages: 1
File Size: 389 KB

Click Here to Download

No comments:

Post a Comment