Friday, December 29, 2023

বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য | Difference Between Growth & Development

বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য

বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য
বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য
নমস্কার বন্ধুরা,
আজ বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য গুলি উল্লেখ করা হলো; কারণ এটি শিশুশিক্ষা ও মনস্তত্ত্বের একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। নিম্নে দুটি বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য গুলি লিপিবদ্ধ করা হলো-

বৃদ্ধি ও বিকাশের পার্থক্য

1.সাধারনত বৃদ্ধি হলো শিশুর দৈহিক আকার ও আয়তনের পরিমানগত পরিবর্তনের প্রক্রিয়া।

              অন্যদিকে, বিকাশ হলো শিশুর দৈহিক, মানসিক, সামাজিক প্রভৃতি সমস্ত দিকের সামগ্রিক পরিবর্তনের প্রক্রিয়া।

2.বৃদ্ধি হল সহজাত জৈবিক প্রক্রিয়ার পরিবর্তন। এর মধ্যে বাহ্যিক কোনো শর্তের প্রভাব নেই।

              অপরপক্ষে, বিকাশ হলো পরিবেশের প্রভাব ও অভিজ্ঞতার ফল। সহজাত গুণাবলী ও পরিবেশের পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার মাধ্যমেই শিশুর বিকাশ ঘটে।

3.বৃদ্ধিকে পরিমাপ করা যায়। বিপরীত দিকে, বিকাশ কেবল পর্যবেক্ষণ করা যায় কিন্তু পরিমাপ করা যায় না।

4.বৃদ্ধির একটি নির্দিষ্ট সময়সীমা আছে। নির্দিষ্ট বয়স্তরে গিয়ে বৃদ্ধি থেমে যায় বা তার হার কমে যায়। অর্থাৎ বৃদ্ধি একটি সাময়িক প্রক্রিয়া।

          উল্টোদিকে, বিকাশ হল নিরবিচ্ছিন্ন, অবিরাম, জীবনব্যাপী পরিবর্তনের প্রক্রিয়া। বিকাশ জন্মের পর থেকে শুরু হয়, চলে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত।

5.বৃদ্ধি হলো পরিমানগত পরিবর্তনের প্রক্রিয়া আর বিকাশ হলো গুণগত পরিবর্তনের প্রক্রিয়া।


No comments:

Post a Comment