আজ পদ পরিবর্তন তালিকা PDFটি আপনাদের প্রদান করছি । পরীক্ষায় যে সমস্ত পদান্তর আসে সেগুলির উত্তর এখানে দেওয়া হল। প্রধানত বিশেষ্য থেকে বিশেষণ অথবা বিশেষণ থেকে বিশেষ্য পদে পরিবর্তন করতে বলা হয়। তাই দেরী না করে নীচ থেকে পদ পরিবর্তন গুলি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফটিও সংগ্রহ করুন।
পদ পরিবর্তন নমুনা
বিশেষ্য | বিশেষণ |
---|---|
স্ত্রী | স্ত্রৈণ |
পুর | পৌর |
সূর্য | সৌর |
হ্রাস | হ্রস্ব |
খেদ | খিন্ন |
পংক্তি | পাংক্তেও |
আদি | আদিম |
প্রাচী | প্রাচ্য |
পঙ্ক | পঙ্কিল |
অনুবাদ | অনুদিত |
গ্রন্থ | গ্রন্থিত |
জন্ম | জাত |
ভূত | ভৌতিক |
সন্ধ্যা | সান্ধ্য |
সেচন | সিক্ত |
ভোজন | ভুক্ত |
দেব | দৈব |
বন | বন্য |
শিক্ষা | শিক্ষিত |
সৌন্দর্য্য | সুন্দর |
শৈত্য | শীত |
বিকৃত | বিকার |
শোভিত | শোভা |
সম্পূর্ণ পদ পরিবর্তনের তালিকা পিডিএফে আছে
File Details::
File Name: পদ পরিবর্তন তালিকা
File Format: PDF
No. of Pages: 4
File Size: 3 MB
Click Here to Download
No comments:
Post a Comment