SBI-এর পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ৮ হাজার ক্লার্ক পদে নিয়োগের কথা বলা হয়েছে। এই পদে আবেদনের জন্য প্রয়োজনীয় যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য নিম্নে উল্লেখ করা হলো বাংলায়-
ভারতীয় স্টেট ব্যাঙ্কে ক্লার্ক নিয়োগ ২০২৩
❏ পদের নাম:: SBI Clerk
❏ শূন্যপদ:: ৮২৮৩টি
❏ শিক্ষাগত যোগ্যতা::
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন বা স্নাতক হতে হবে।
❏ বয়সসীমা:: আবেদনকারীর বয়স সীমা ২০-২৮ বছরের মধ্যে হতে হবে
❏ বেতন:: ১৯,৯০০/- মাসিক বেতন সহ অন্যান্য ভাতা
❏ আবেদন পদ্ধতি:: অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে
❏ আবেদন মূল্য::
জেনারেল/OBC/ EWS প্রার্থীদের ক্ষেত্রে ৭৫০/- টাকা এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকম টাকা লাগবে না
❏ গুরুত্বপূর্ণ তারিখ সমূহ::
আবেদন প্রক্রিয়া শুরু | ১৭ই নভেম্বর ২০২৩ |
আবেদন প্রক্রিয়া শেষ | ৭ই ডিসেম্বর ২০২৩ |
❏ গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ::
অফিসিয়াল নোটিফিকেশন | Download |
আবেদনের লিঙ্ক | Click Here |
Join Telegram Group | Click Now |
No comments:
Post a Comment