Friday, December 23, 2022

অষ্টম শ্রেণী পাশে দারোয়ান পদে নিয়োগ ২০২৩ || Malda Pipla School Darwan Recruitment

অষ্টম শ্রেণী পাশে দারোয়ান ও ম্যাট্রন পদে নিয়োগ ২০২৩

অষ্টম শ্রেণী পাশে দারোয়ান পদে নিয়োগ ২০২৩
অষ্টম শ্রেণী পাশে দারোয়ান নিয়োগ
নমস্কার বন্ধুরা,
মালদা জেলার পিপলা রেসিডেন্সিয়াল ডিফ এন্ড ডাম্ব স্কুলের তরফে Pipla Residential School Recruitment 2023 Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। ম্যাট্রন এবং দারোয়ান পদে নিয়োগ করা হবে। 
 

অষ্টম শ্রেণী পাশে দারোয়ান নিয়োগ ২০২৩ 

পদের নাম:: 1) Matron  2) Darwan

মাসিক বেতন:: 1)Matron: ১৭,৭০০-৫০,৫০০/- টাকা   2) Darwan: ১৭,০০০-৪৩,৬০০/- টাকা

বয়সসীমা::
  • এই পদগুলিতে আবেদনের জন্য ৪০ বছরের কম বয়স হতে হবে। 
  • সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকছে। 
  • বয়স হিসাব করতে হবে ০১/০১/২০২৩ তারিখের ভিত্তিতে।

যোগ্যতা::
  1. Matron: এই পদে আবেদনের জন্য উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 
  2. Darwan: এই পদে আবেদনের জন্য অষ্টম শ্রেণি পাশ হতে হবে এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

নিয়োগ পদ্ধতি::
  1. কোনোপ্রকার লিখিত পরীক্ষা হবে না।
  2. সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। 

আবেদন মূল্য::
উক্ত পদে আবেদনের জন্য ১৬০/- টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে।
SC, ST-দের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না। 

আবেদন পদ্ধতি::
  1. আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। 
  2. নীচের লিঙ্ক থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। 
  3. নির্ভুলভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। 
  4. নোটিশে উল্লেখিত ডকুমেন্টসগুলি যোগ করতে হবে। 
  5. নির্ধারিত আবেদন মূল্য জমা দিতে হবে। 
  6. নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক ঠিকানায় জমা করতে হবে। 

আবেদনপত্র পাঠানোর ঠিকানা::
The Member Secretary, Pipla Residential Deaf & Dumb School, C/o. Office of the District Mass Education Extension Officer, Education Complex, Atul Market, P.O.+ Dist. Malda - 732101 (W.B)

অফলাইনে আবেদন করার শেষ তারিখ 16/01/2023 (5:00 PM)

রেজিস্ট্রার পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে আবেদনপত্র পাঠানো যাবে। 

পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবে

✪ গুরুত্বপূর্ণ তারিখ সমূহ::
আবেদন প্রক্রিয়া শুরু ২৯শে নভেম্বর ২০২২
আবেদন প্রক্রিয়া শেষ ১৬ই  জানুয়ারী ২০২৩

✪ গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ::
অফিসিয়াল নোটিফিকেশন Download
অফিসিয়াল ওয়েবসাইট Click Here
Join Telegram Group Click Now

No comments:

Post a Comment