মাধ্যমিক পাশে আশা কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি 2023
![]() |
আশা কর্মী পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ |
মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ
পদের নাম:: আশা কর্মী
মোট শূন্যপদ:: ২১৮ টি
শূন্যপদ বিন্যাস ::
Rampurhat Sub Division ➜
- রামপুরহাট ১নং ব্লক- ১৯ টি,
- রামপুরহাট ২নং ব্লক- ২১ টি,
- নলহাটি ব্লক- ২০ টি,
- ময়ূরেশ্বর ব্লক- ৫ টি,
- মুরারই- ১ নং ব্লক- ২৪ টি,
- মুরারই ২ নং ব্লক- ২৬ টি
Suri Sub Division ➜
- মহাম্মদ বাজার ব্লক- ২৫ টি,
- খয়রাশোল ব্লক- ৬ টি,
- দুবরাজপুর ব্লক- ৪ টি,
- সিউড়ি ১ নং ব্লক- ২ টি,
- রাজনগর ব্লক- ৫ টি,
- সিউড়ি ২ নং ব্লক- ২ টি,
- সাঁইথিয়া ব্লক- ৩০ টি
Bolpur Sub Division ➜
- বোলপুর শ্রীনিকেতন ব্লক- ১১ টি,
- নানুর ব্লক- ৫ টি,
- লাভপুর ব্লক- ৭ টি,
- ইলামবাজার ব্লক- ৬ টি
শিক্ষাগত যোগ্যতা:: মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা::
১লা জানুয়ারি ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এবং তপশিলি জাতি বা উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ২২ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
বিঃ দ্র::
- আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে
- কেবল বিবাহিতা/ বিধবা/ আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদনের যোগ্য
- প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে
- এছাড়াও প্রার্থীকে গ্রেড-১ এবং গ্রেড-২ স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে হয়ে থাকতে হবে
আবেদন পদ্ধতি:: অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে
আবেদন কীভাবে করবেন?
প্রথমে নীচে দেওয়া Sub Division অনুযায়ী আবেদন পত্রের PDF-টি প্রিন্ট আউট করতে হবে। তারপর সঠিক ভাবে আবেদন পত্রটি পূর্ণ করতে হবে করার পর প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি আবেদন পত্রের সঙ্গে যুক্ত করে একটি একটি খামে সমস্থ প্রয়োজনীয় ডকুমেন্টস সহ আবেদন পত্রটি দিয়ে খামের উপর বড় হাতে লিখতে হবে Application For The Post Of Asha_______Village Under______Health Sub-Centre.
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা::
To The Office of the Block Development Officer, _______Dev. Block, at______ P .o___P.s ______ Dist-Birbhum, Pin_____. (সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে)
✪ গুরুত্বপূর্ণ তারিখ সমূহ::
আবেদন প্রক্রিয়া শুরু | ২০শে ডিসেম্বর ২০২২ |
আবেদন প্রক্রিয়া শেষ | ২০শে জানুয়ারী ২০২৩ |
✪ গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ::
Rampurhat Sub Division | Download |
Suri Sub Division | Download |
Bolpur Sub Division | Download |
Join Telegram Group | Click Now |
No comments:
Post a Comment