Thursday, December 22, 2022

উচ্চ মাধ্যমিক পাশে আদালতে ভলিন্টিয়ার নিয়োগ ২০২৩ || Bankura Court Volunteers Recruitment

বাঁকুড়া জেলা আদালতে ভলিন্টিয়ার নিয়োগ ২০২৩

উচ্চ মাধ্যমিক পাশে আদালতে ভলিন্টিয়ার নিয়োগ ২০২৩
বাঁকুড়া আদালতে ভলিন্টিয়ার নিয়োগ
নমস্কার বন্ধুরা,
বাঁকুড়া জেলার লিগাল সার্ভিস অথোরিটির পক্ষ থেকে Bankura Legal Service Authority Recruitment 2023 Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। জেলার জজ কোর্টে মোট 43 টি শূন্যপদে প্যারা লিগাল ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হবে। এই নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য নীচ থেকে পড়ে নিন-

আদালতে ভলিন্টিয়ার নিয়োগ 2023

✪ পদের নাম:: Para Legal Volunteers 

✪ মোট শূন্যপদ:: 43 টি

✪ বেতন:: প্রতি দিন 500/- টাকা

✪ বয়সসীমা:: আবেদনকারীর বয়স কমপক্ষে 18 বছর হতে হবে

✪ আবশ্যিক যোগ্যতা::
  • আবেদনকারীকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ হতে হবে
  • বেসিক কম্পিউটার নলেজ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে

✪ নিয়োগ পদ্ধতি:: সরাসরি ইন্টারভিউ/পারসোনালিটি টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে

✪ আবেদন মূল্য:: উক্ত পদে আবেদনের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না

✪ আবেদন পদ্ধতি::
  • আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে
  • নীচের লিঙ্ক থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করতে হবে
  • নির্ভুলভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হবে
  • নোটিশে উল্লেখিত ডকুমেন্টসগুলি যোগ করতে হবে
  • সঠিক সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে

✪ আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ 
The Chairman, District Legal Service Authority, Bankura. Address:- ADR Building, District Judges, Court Compound, Bankura, Pin- 722101

অফলাইনে আবেদন করার শেষ তারিখ 20/01/2023 (5:00 PM)

✪ প্রয়োজনীয় ডকুমেন্টস(নথিপত্র)::
  • বয়সের প্রমাণপত্র
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • জাতিগত শংসাপত্র
  • বসবাসের প্রমাণপত্র
  • কম্পিউটার সার্টিফিকেট
  • নিজের সই করা ছবি
  • অন্যান নথিপত্র

✪ গুরুত্বপূর্ণ তারিখ সমূহ::
আবেদন প্রক্রিয়া শুরু ২১শে ডিসেম্বর ২০২২
আবেদন প্রক্রিয়া শেষ ২০শে  জানুয়ারী ২০২৩

✪ গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ::
অফিসিয়াল নোটিফিকেশন Download
অফিসিয়াল ওয়েবসাইট Click Here
Join Telegram Group Click Now

No comments:

Post a Comment