Wednesday, December 21, 2022

প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি ২০২৩ || Wbpsc Veterinary Officer Recruitment 2023

PSC প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি ২০২৩

প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি ২০২৩
প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরে নিয়োগ
নমস্কার বন্ধুরা,
WBPSC তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরে ভ্যাটেনারি অফিসার পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্যগুলি দেখে নিন-

প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরে নিয়োগ

✪ পদের নাম:: ভ্যাটেনারি অফিসার

✪ মোট শুন্যপদ:: ১৫৮টি

✪ যোগ্যতা::
  • আবেদনকারীর অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি থাকতে হবে
  • ভ্যাটেনারি কাউন্সিলে রেজিষ্ট্রেশন করা থাকতে হবে
  • বাংলা অথবা নেপালি ভাষা লিখতে ও পড়তে জানতে হবে

✪ বয়সসীমা:: ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ৩৬ বছরের কম হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন

✪ মাসিক বেতন:: ৫৬,১০০/- টাকা থেকে ১,৪৪,৩০০/- টাকা পর্যন্ত

✪ আবেদন পদ্ধতি:: অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে

✪ আবেদন ফি:: আবেদন মূল্য ২১০/- টাকা, তবে SC বা ST প্রার্থীদের কোনরকম টাকা লাগবে না

✪ নিয়োগ পদ্ধতি:: লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে

✪ গুরুত্বপূর্ণ তারিখ সমূহ::
আবেদন প্রক্রিয়া শুরু ৩০শে জানুয়ারী ২০২৩
আবেদন প্রক্রিয়া শেষ ২০শে  ফেব্রুয়ারী ২০২৩

✪ গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ::
অফিসিয়াল নোটিফিকেশন Download
অফিসিয়াল ওয়েবসাইট Click Here
Join Telegram Group Click Now

No comments:

Post a Comment