Monday, September 12, 2022

12th September 2022 Current Affairs in Bengali || ১২ই সেপ্টেম্বর ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স

12th September 2022 Current Affairs in Bengali 

12th September 2022 Current Affairs in Bengali
September 2022 Current Affairs in Bengali

12th September Current Affairs in Bengali 

1.Miss Earth India 2022 শিরোপা জিতলেন কে?
উত্তর:: বংশিকা পারমার

2.পাঞ্জাবে "Gagan Strike" নামে যৌথ অনুশীলন অনুষ্ঠিত করলো কোন দুটি প্রতিরক্ষা বাহিনী?
উত্তর:: ইন্ডিয়ান আর্মি ও এয়ার ফোর্স

3.কোন রাজ্যের কিবিথু মিলিটারি স্টেশন ও রোডের নাম রাখা হলো ভারতের প্রাক্তন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের নামে?
উত্তর:: অরুনাচল প্রদেশ

4.সম্প্রতি ODI ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী Aaron James Finch কোন দেশের ক্রিকেটার?
উত্তর:: অস্ট্রেলিয়া

5.US Open 2022-এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে?
উত্তর:: Carlos Alcaraz

6.US Open 2022-এ মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন Iga Swiatek, তিনি কোন দেশের নাগরিক?
উত্তর:: পোল্যান্ড

7.Pradhan Mantri TB Mukt Bharat Abhiyaan লঞ্চ করলেন কে?
উত্তর:: দ্রৌপদী মুর্মু

8.3D প্রিন্টেড রকেট ইঞ্জিন তৈরির জন্য প্রথম পেটেন্ড পেল কোন কোম্পানি?
উত্তর:: Agnikul Cosmos

9.দুর্লভ রোগের চিকিৎসার জন্য SC এবং ST সম্প্রদায়কে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করলো কোন রাজ্য?
উত্তর:: কর্ণাটক

10.সম্প্রতি কোন রাজ্য সরকার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগকে একত্রিত করতে চলেছে?
উত্তর:: আসাম

No comments:

Post a Comment