12th September 2022 Current Affairs in Bengali
![]() |
September 2022 Current Affairs in Bengali |
12th September Current Affairs in Bengali
1.Miss Earth India 2022 শিরোপা জিতলেন কে?
উত্তর:: বংশিকা পারমার
2.পাঞ্জাবে "Gagan Strike" নামে যৌথ অনুশীলন অনুষ্ঠিত করলো কোন দুটি প্রতিরক্ষা বাহিনী?
উত্তর:: ইন্ডিয়ান আর্মি ও এয়ার ফোর্স
3.কোন রাজ্যের কিবিথু মিলিটারি স্টেশন ও রোডের নাম রাখা হলো ভারতের প্রাক্তন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের নামে?
উত্তর:: অরুনাচল প্রদেশ
4.সম্প্রতি ODI ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী Aaron James Finch কোন দেশের ক্রিকেটার?
উত্তর:: অস্ট্রেলিয়া
5.US Open 2022-এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে?
উত্তর:: Carlos Alcaraz
6.US Open 2022-এ মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন Iga Swiatek, তিনি কোন দেশের নাগরিক?
উত্তর:: পোল্যান্ড
7.Pradhan Mantri TB Mukt Bharat Abhiyaan লঞ্চ করলেন কে?
উত্তর:: দ্রৌপদী মুর্মু
8.3D প্রিন্টেড রকেট ইঞ্জিন তৈরির জন্য প্রথম পেটেন্ড পেল কোন কোম্পানি?
উত্তর:: Agnikul Cosmos
9.দুর্লভ রোগের চিকিৎসার জন্য SC এবং ST সম্প্রদায়কে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করলো কোন রাজ্য?
উত্তর:: কর্ণাটক
10.সম্প্রতি কোন রাজ্য সরকার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগকে একত্রিত করতে চলেছে?
উত্তর:: আসাম
No comments:
Post a Comment