27th August Current Affairs in Bengali 2022
![]() |
August Current Affairs in Bengali 2022 |
27th August Current Affairs in Bengali
1.Defence Research and Development Organisation (DRDO)-এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে?
উত্তর:: সমীর ভি. কামাত
2.সম্প্রতি ভারতের প্রথম 3D প্রিন্টেড পোস্ট অফিস তৈরি হচ্ছে কোথায়?
উত্তর:: কর্ণাটক
3.International Monetary Fund(IMF)-এ ভারতের জন্য একজিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?
উত্তর:: কে.ভি. সুব্রমনিয়ান
4.ভারতের কালচারাল হেরিটেজ প্রোমোট করতে UNESCO-এর সাথে টাই-আপ করলো কোন কোম্পানি?
উত্তর:: Royal Enfield
5.28th Dhabi Masters Chess Tournament জিতলো কোন দাবা গ্র্যান্ড মাস্টার?
উত্তর:: অর্জুন ইরিগাইসি
6.সম্প্রতি কোন দেশের উপর থেকে অনির্দিষ্টকালীন ব্যান তুলে নিল FIFA?
উত্তর:: ভারত
7."Lies Our Mothers Told Us: The Indian Woman's Burden" শিরোনামে বই লিখলেন কে?
উত্তর:: নীলাঞ্জনা ভৌমিক
8.কনৌজকে পারফিউম পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে চলেছে কোন রাজ্য?
উত্তর:: উত্তরপ্রদেশ
9.৩১তম ব্যাস সম্মান পেলেন কোন হিন্দি লেখক?
উত্তর:: ড. আসঘার বাজাহাট
10.38th India-Bangladesh Joint River Commission মিটিং অনুষ্ঠিত হলো কোথায়?
উত্তর:: নিউ দিল্লি
No comments:
Post a Comment