পাঁশকুড়া বনমালী কলেজে গেস্ট টিচার নিয়োগ
![]() |
কলেজে গেস্ট টিচার নিয়োগ 2022 |
নমস্কার বন্ধুরা,
পাঁশকুড়া বনমালী কলেজে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে বিভিন্ন বিষয়ে গেস্ট টিচার নিয়োগের একটি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হল।
ইন্টারভিউর মাধ্যমে গেস্ট টিচার নিয়োগ ২০২২
❏ পদের নাম:: গেস্ট টিচার
❏ শূন্যপদ:: ১০টি
❏ যে সকল বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে::
1) Physical Education 2) NCC 3) Physics 4) Physiology 5) Geography 6) Microbiology 7) Biotechnology 8) Communicative English 9) Economics
❏ শিক্ষাগত যোগ্যতা:: সংশ্লিষ্ট বিষয়ে ৫৫ শতাংশ নম্বর সহ M.Sc/M.A করা থাকতে হবে
❏ আবেদন পদ্ধতি::
আগে থেকে কোনো রকম আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউ দিন শিক্ষাগত যোগ্যতার অরিজিনাল সার্টিফিকেট, মার্কশিট ও বায়োডাটাসহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে।
❏ ইন্টারভিউর স্থান :
পাঁশকুড়া বনমালী কলেজ, পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর
❏ ইন্টারভিউর তারিখ :
Physical Education – 17/12/2022
NCC – 20/12/2022
Physics – 17/12/2022
Physiology – 17/12/2022
Geography – 17/12/2022
Microbiology – 16/12/2022
Biotechnology – 17/12/2022
Communicative English – 17/12/2022
Economics – 17/12/2022
❏ রিপোর্টিং টাইম:: সকাল ১১টা
❏ গুরুত্বপূর্ণ লিংক সমূহ::
অফিসিয়াল নোটিফিকেশন | Download |
অফিশিয়াল ওয়েবসাইট | Click Here |
Join Telegram Group | Click Now |
No comments:
Post a Comment