23rd August 2022 Current Affairs in Bengali
![]() |
August 2022 Current Affairs in Bengali |
23rd August Current Affairs in Bengali
1.ভারতের প্রথম সম্পূর্ণ ‘Functionally Literate’ জেলা হলো মান্ডলা, এটি কোন রাজ্যে অবস্থিত?
উত্তর:: মধ্যপ্রদেশ
2.সম্প্রতি কোন রাজ্যের মিথিলা মাখনা GI Tag পেল?
উত্তর:: বিহার
3."NETAJI: Subhas Chandra Bose's Life, Politics and Struggle" শিরোনামে বই লিখলেন কে?
উত্তর:: কৃষ্ণ বোস
4.বিকলাঙ্গ নবজাতকের দ্রুত চিকিৎসার জন্য "জাতক সেবা" নামে নতুন পোর্টাল লঞ্চ করলো কোন রাজ্য?
উত্তর:: পশ্চিমবঙ্গ
5.বুলগেরিয়াতে অনুষ্ঠিত Under-20 World Wrestling Championship-এ প্রথম ভারতীয় মহিলা রেসলার হিসাবে সোনা জিতলেন কে?
উত্তর:: অন্তিম পানঘাল
6.ভারতের প্রথম কমার্শিয়াল স্পেস অবজারভেটরি তৈরি করা হচ্ছে কোথায়?
উত্তর:: উত্তরাখণ্ড
7.ভারতে প্রথম Education Township তৈরি করার সিদ্ধান্ত নিল কোন রাজ্য সরকার?
উত্তর:: উত্তরপ্রদেশ
8.সম্প্রতি কোন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে পুনরায় নিযুক্ত হলেন বিজয় শেখর শর্মা?
উত্তর:: Paytm
9.গ্রামীণ অর্থনীতির বিকাশ ঘটাতে ৩০০টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করবে কোন রাজ্য?
উত্তর:: ছত্তিশগড়
10.Asia's Best Employer Brand Award জিতলো কোন কোম্পানী?
উত্তর:: NTPC
No comments:
Post a Comment