22nd August 2022 Current Affairs in Bengali
![]() |
August 2022 Current Affairs in Bengali |
22nd August Current Affairs in Bengali
1.কোন এয়ারপোর্টের নাম পরিবর্তন করে ভগৎ সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রাখা হচ্ছে?
উত্তর:: চণ্ডীগড়
2.দরিদ্র শিক্ষার্থীদের জন্য ‘Vidya Rath – School On Wheels’ প্রোজেক্ট লঞ্চ করলো কোন রাজ্য সরকার?
উত্তর:: আসাম
3.Sultan Azlan Shah Cup 2022 অনুষ্ঠিত হবে কোন দেশে?
উত্তর:: মালেশিয়া
4.সম্প্রতি গ্র্যাজুয়েটদের জন্য "Tech Center"-এর উদ্বোধন করলো কোন রাজ্য?
উত্তর:: রাজস্থান
5.সম্প্রতি কোথায় সম্পূর্ণ মহিলা পরিচালিত শাখা খুললো HDFC Bank?
উত্তর:: কোঝিকর (কেরালা)
6.Bajaj Electricals-এর CEO এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?
উত্তর:: অনুজ পোদ্দার
7.9th Asian Textiles Conference অনুষ্ঠিত হবে কোথায়?
উত্তর:: নিউ দিল্লি
8.সম্প্রতি প্রয়াত নারায়ণ কোন রাজ্যের প্রথম উপজাতি উপন্যাসিক ছিলেন?
উত্তর:: কেরালা
9.কোন দেশের থেকে ৬টি Tu-160 লং রেঞ্জ বোম্বার কিনবে ভারত?
উত্তর:: রাশিয়া
10.সম্প্রতি কোন দেশে মুদ্রাস্ফীতি ১০% অতিক্রম করলো?
উত্তর:: ব্রিটেন
No comments:
Post a Comment