24th August 2022 Current Affairs in Bengali
![]() |
August 2022 Current Affairs in Bengali |
24th August Current Affairs in Bengali
1.UNESCO’s Intangible Cultural Heritage List-এ অন্তর্ভুক্ত করার জন্য কোন নৃত্য শৈলীকে নমিনেট করলো ভারত?
উত্তর:: গর্বা
2.National Dairy Development Board(NDDB)-এর চেয়ারম্যান হিসাবে মিনেশ শাহের কার্যকালের মেয়াদ আরও কত বৃদ্ধি করা হলো?
উত্তর:: ৬ মাস
3.14th Asian U-18 Championship-এ ভারতীয় পুরুষ ভলিবল টিম কীসের মেডেল জিতলো?
উত্তর:: ব্রোঞ্জ
4.National Institute of Immunology (NII)-এর ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?
উত্তর:: দেবাশীষ মোহান্তি
5.ভারতের প্রথম দেশীয় Hydrogen Fuel Cell Bus চালু হলো কোথায়?
উত্তর:: পুনে
6.সম্প্রতি কোন দেশের নেভির সাথে Maritime Partnership Exercise (MPX) অনুষ্ঠিত করলো ভারত?
উত্তর:: অস্ট্রেলিয়া
7.সম্প্রতি প্রয়াত সায়েদ সিবতে রাজি কোন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ছিলেন?
উত্তর:: ঝাড়খণ্ড ও আসাম
8.ভারতের প্রথম Gold & Silver Fund লঞ্চ করলো কোন কোম্পানী?
উত্তর:: Edelweiss Mutual Fund
9.ব্রিটিশ আমলে চুরি যাওয়া কয়টি শিল্পকর্ম ফেরত দেওয়ার জন্য ভারতের সাথে চুক্তি করলো স্কটল্যান্ডের মিউজিয়াম?
উত্তর:: ৭টি
10.গ্রামীণ শ্মশান ঘাটের উন্নতির জন্য Moksh Dham Yojana চালু করলো কোন রাজ্য?
উত্তর:: হিমাচল প্রদেশ
No comments:
Post a Comment