Friday, December 1, 2023

ভারতের বিভিন্ন গিরিপথ তালিকা PDF || List of Passes in India

ভারতের বিভিন্ন গিরিপথ তালিকা

ভারতের বিভিন্ন গিরিপথ
 গিরিপথ

Hello Friends,
আজ ভারতের বিভিন্ন গিরিপথ তালিকা PDFটি দিচ্ছি, যেটিতে ভারতের বিভিন্ন রাজ্যে অবস্থিত উল্লেখযোগ্য গিরিপথের নামের তালিকা উল্লেখ রয়েছে। পাহাড়, পর্বতের মধ্যবর্তী রাস্তা গিরিপথ নামে পরিচিত। ভারতের প্রাকৃতিক ভূগোলের অন্যতম অংশ হিসাবে এখান থেকে প্রশ্ন আসে; যেমন- নাথু-লা পাস কোন রাজ্যে অবস্থিত? রোটাং পাস গিরিপথ কোন রাজ্যে রয়েছে? ইত্যাদি।

ভারতের বিভিন্ন গিরিপথ

গিরিপথঅবস্থানসংযোগ
বানিহাল পাসজম্মু ও কাশ্মীর
(ডোডা ও অন্তনাগ জেলার মধ্যে
জম্মু ও শ্রীনগর
জোজিলা পাসজম্মুও কাশ্মীর
(লাদাখ মালভূমি)
শ্রীনগর ও লে
নাথু-লা পাসসিকিমসিকিম ও চীন
বুর্জিল পাসজম্মুও কাশ্মীরকাশ্মীর উপত্যকা ও লাদাখের দেওসাই
মালভূমি
খারদুংলা পাসজম্মুও কাশ্মীরলে ও সিয়াচেন হিমবাহ
সিপকি-লা পাসহিমাচল প্রদেশহিমাচল প্রদেশ ও তিব্বত
বারা লাচা পাসজম্মুও কাশ্মীরমানালি ও লে
রোটাং পাসহিমাচল প্রদেশকুলু ও স্পিতি উপত্যকা
জেলেপ লা পাসসিকিমসিকিম ও লাসা
লিপু লাখ পাসউত্তরাখণ্ডদেরাদুন ও তিব্বত
মানা পাসউত্তরাখণ্ডদেরাদুন ও তিব্বত
পীরপাঞ্জাল পাসজম্মুও কাশ্মীরজম্মু ও শ্রীনগর
থলঘাট পাসমহারাষ্ট্রমুম্বাই ও নাসিক
ভোরঘাটমহারাষ্ট্রমুম্বাই ও পুনে
পালঘাটকেরালাতামিলনাড়ু ও কেরালা

ভারতের বিভিন্ন গিরিপথের তালিকাটি পিডিএফে রয়েছে

File Details::
File Name: ভারতের  গিরিপথ
File Format: PDF
No. of Pages: 2
File Size: 302 kb

Click Here to Download

No comments:

Post a Comment